Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Chhattisgarh

চার দিকে প্রবল জলস্রোত, মাঝখানে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করল বায়ুসেনার হেলিকপ্টার

প্রায় ১৬ ঘণ্টা আটকে থাকার পর সোমবার তাঁকে উদ্ধার করে বায়ুসেনার একটি হেলিকপ্টার।

জিতেন্দ্র কাশ্যপ নামের এক ব্যক্তিকে আজ উদ্ধার করে বায়ুসেনার একটি কপ্টার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জিতেন্দ্র কাশ্যপ নামের এক ব্যক্তিকে আজ উদ্ধার করে বায়ুসেনার একটি কপ্টার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বিলাসপুর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ১৫:৫৬
Share: Save:

জলস্তর বাড়ার জেরে ছত্তীসগঢ়ের বিলাসপুরের খুটাঘাট বাঁধে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। একটি পাথরের উপর দাঁড়িয়ে গাছকে আকড়ে ধরেছিলেন তিনি। এ ভাবে প্রায় ১৬ ঘণ্টা আটকে থাকার পর সোমবার তাঁকে উদ্ধার করে বায়ুসেনার একটি হেলিকপ্টার। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গাছকে আঁকড়ে ধরে পাথরের উপর দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। বায়ুসেনার এমআই-১৭ কপ্টার গিয়ে উদ্ধার করল তাঁকে। এই দৃশ্য দেখতে ভিড়ও জমেছিল সেখানে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কাশ্যপ।

বিষয়টি নিয়ে বিলাসপুর রে়ঞ্জের ইনস্পেক্টর জেনেরাল দীপাংশু কাবরা বলেছেন, ‘‘জিতেন্দ্র কাশ্যপ নামের এক ব্যক্তিকে আজ উদ্ধার করে বায়ুসেনার একটি কপ্টার। প্রবল বৃষ্টিপাতের জেরে জলস্তর বেড়ে খুটাঘাট বাঁধে আটকে পড়েন তিনি।’’ দেখুন সেই ভিডিয়ো—

বিলাসপুরের খুটাঘাট বাঁধ এলাকা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জানা গিয়েছে, রবিবার সেই ব্রিজ থেকে ঝাপ মেরেছিলেন জিতেন্দ্র। তার পর আর উঠে আসতে পারেননি তিনি। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: গোরক্ষপুরে নাবালিকাকে সারারাত গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার দুই

বিগত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের জেরে শবরী সহ বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। সুকমা জেলার বেশ কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল রবিবার সে রাজ্যের সমস্ত জেলার আধিকারিককে, বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: দেশে মৃত্যু ৫০ হাজার ছাড়ালেও স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার হার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chhattisgarh Bilaspur Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE