Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kerala

প্রতিবাদের নতুন ধরন, ফেজ টুপি ও হিজাব পরে চার্চে প্রার্থনা কেরলের যুবক-যুবতীদের

সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরলের কোঝেনচেরি শহরের এক দল যুবক-যুবতী।

ফেজ টুপি ও হিজাব পরে ক্রিসমাস ক্যারল কেরলের চার্চে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ফেজ টুপি ও হিজাব পরে ক্রিসমাস ক্যারল কেরলের চার্চে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৬:১২
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হচ্ছে সারা দেশ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরলের কোঝেনচেরি শহরের এক দল যুবক-যুবতী। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে মোহিত নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ওই যুবক-যুবতীদের।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবক-যুবতীদের পরনে চিরাচরিত মুসলিম পোশাক। যুবকরা পরে রয়েছেন পাঞ্জাবি। তাঁদের মাথায় ফেজ টুপি। অন্য দিকে, যুবতীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তাঁরা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দলটি।

নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ভারতীয় মুসলিমদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গিয়েছে। কেরলের কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: মোবাইলে আসা ওটিপি দিলে তবেই উঠবে এটিএম থেকে টাকা, ১ জানুয়ারি থেকে নয়া নিয়ম

আরও পড়ুন: ‘বিজেপিতে রয়েছেন দুর্যোধন, দুঃশাসন, তাঁরাই চালাচ্ছেন টুকড়ে টুকড়ে গ্যাং’, তোপ যশবন্তের

সেই ভিডিয়ো টুইটে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী তারুর লিখেছেন, ‘‘পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala CAA NRC Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE