Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Police

পুলিশের ডগ স্কোয়াডে দেশি কুকুর! চলছে ট্রেনিং, ভিডিয়ো ভাইরাল

দেশি কুকরের ট্রেনিংয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

দেশি কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দেশি কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১৩:০৪
Share: Save:

তদন্তে সাহায্যের জন্য পুলিশের সঙ্গে থাকে ডগ স্কোয়াড। সেই ডগ স্কোয়াডে জার্মান শেফার্ড, ল্যাব্রাডরের মতো বিদেশি প্রজাতির কুকুরেরই আধিক্য বেশি। দেশি কুকুর হিসাবে পশ্চিমবঙ্গ পুলিশের ডগ স্কোয়াডে যোগ দিয়ে খবরে এসেছিল আশা। এ বার আর কয়েকটি দেশি কুকুরের অন্তর্ভুক্তি হবে উত্তরাখণ্ড পুলিশে। ওই রাজ্যে দেশি কুকরের ট্রেনিংয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

একটি ভিডিয়ো পোস্ট করে উত্তরাখণ্ড পুলিশের তরফে লেখা হয়েছে, ‘ডগ স্কোয়াডে নিয়োগের জন্য প্রথম বারের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে দেশি কুকুরকে।’ সেখানে দেখা যাচ্ছে, ট্রেনারের উপস্থিতিতে একটি দেশি কুকুরের ট্রেনিং হচ্ছে। ট্রেনিংয়ের অঙ্গ হিসাবে হার্ডল পেরিয়ে যেতে হচ্ছে সারমেয়টিকে।

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিয়ো আপলোড করার পর নেটিজেনদের প্রশংসায় ভরে গিয়েছে উত্তরাখণ্ড পুলিশের টুইটার হ্যান্ডল। তদন্তের কাজে দেশি কুকুরকে পারদর্শী করে তোলার এই প্রক্রিয়ায় উৎসাহ যোগাচ্ছেন নেটিজেনদের একাংশ।

দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: বিরিয়ানির ইমোটিকন চাই, দাবিতে উত্তাল নেটদুনিয়া

আরও পড়ুন: ৪৮০ কিমি পথ হেঁটে ১৩ তীর্থযাত্রীর সঙ্গে শবরীমালা যাচ্ছে এই কুকুর, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Viral Video Uttarakhand Dog
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE