Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Uttar Pradesh

ছেলে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিউটি পুলিশ মায়ের

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।

ছেলে কোলে নিয়ে ডিউটি করছেন মা পুলিশ। ছবি টুইটার থেকে নেওয়া।

ছেলে কোলে নিয়ে ডিউটি করছেন মা পুলিশ। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা     
নয়ডা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ১৩:০৭
Share: Save:

চাকরির দায়িত্ব পালন করে সন্তানের যত্ন নেওয়া, মোটেও সহজ কাজ নয়। কিন্তু চাকুরিরতা বহু মহিলাকেই রোজ এই কাজ করতে হয়। সম্প্রতি নিজের ছেলেকে কোলে নিয়ে এক মহিলা পুলিশকর্মীকে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।

একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার নয়ডার গৌতম বুদ্ধ নগরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে নিরাপত্তার ডিউটি ছিল কনস্টেবল প্রীতি রানির। তাঁর একটি শিশু রয়েছে। কিন্তু সে দিন তাঁর স্বামীর পরীক্ষা থাকায়, ছেলেকে দেখার কেউ ছিল না। তাই ছেলেকে কোলে নিয়েই ডিউটি করেছেন তিনি।

এ ব্যাপারে এক সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘ওর বাবার পরীক্ষা আছে আজ। তাই ছেলেকে নিয়ে যেতে পারবে না। খুব জরুরি ডিউটি পড়েছে। তাই ছেলেকে সঙ্গে নিয়ে এলাম।’’

আরও পড়ুন: গোমূত্র ও গোবরে সারতে পারে করোনাভাইরাস! নিদান বিজেপি নেত্রীর

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে সরবেন কেন? নানা জল্পনা মোদীর টুইটে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE