Advertisement
E-Paper

প্রমাণ দিতে হল বয়স ৫২, তার পরই মিলল শবরীমালায় প্রবেশের অনুমতি

পুরোহিতদের দাবি ছিল, ওই মহিলা ভক্তের বয়স ৫০-এর কম, তাই তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। এর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত নিজের ব্যাগ থেকে বের করেন তাঁর পরিচয়পত্র। তা পরীক্ষা করে দেখা যায় তাঁর বয়স ৫২।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৮:২০
মন্দিরে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় তিরুচিরাপল্লীর মহিলা তীর্থযাত্রীকে। ছবি: সংগৃহীত।

মন্দিরে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় তিরুচিরাপল্লীর মহিলা তীর্থযাত্রীকে। ছবি: সংগৃহীত।

মন্দিরের পুরোহিত ও অন্য ভক্তদের প্রতিরোধ, প্রতিবাদে শুক্রবার আটকে দেওয়া হয়েছিল তিন মহিলাকে। তাঁদের প্রত্যেকেরই বয়স ছিল ১০ থেকে ৫০-এর মধ্যে। শুক্রবারের পর শনিবারও চরম নাটকীয়তার মুখোমুখি হল শবরীমালা মন্দির চত্বর। এ দিনও আটকানো হল এক মহিলা ভক্তকে। পরিচয়পত্র দেখিয়ে বয়সের প্রমাণ দেওয়ার পরেই তাঁকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শনিবার ছিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মন্দিরে বিগ্রহ দর্শনের চতুর্থ দিন। মন্দিরের প্রথা অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও মহিলার মন্দিরে প্রবেশাধিকার নেই। কারণ, মন্দির পরিচালকদের বিশ্বাস আয়াপ্পাস্বামী চিরকুমার। মহিলাদের প্রবেশে সেই কৌমার্য নষ্ট হবে এই বিশ্বাস থেকেই এই প্রথা। আজ পর্যন্ত এই মন্দিরে কোনও মহিলা ভক্ত ঢুকতে পারেননি।

তিরুচিরাপল্লির এক মহিলা ভক্ত গর্ভগৃহের সামনে শনিবার আসতেই শুরু হয় উত্তেজনা। এর পরেই ছিল আঠারো ধাপের সোনার সিঁড়ি। সেই সিঁড়ি পেরোলেই আয়াপ্পাস্বামীর বিগ্রহ। হঠাৎ করেই ওই মহিলা ভক্তকে ঘিরে ধরেন মন্দিরের সেবাইতেরা। তাঁর সামনে তৈরি করা হয় অবরোধের প্রাচীর। পুরোহিতদের দাবি ছিল, ওই মহিলা ভক্তের বয়স ৫০-এর কম, তাই তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। এর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত নিজের ব্যাগ থেকে বের করেন তাঁর পরিচয়পত্র। তা পরীক্ষা করে দেখা যায় তাঁর বয়স ৫২। এর পরই আয়াপ্পা স্বামীকে দর্শনের অনুমতি পান তিনি। বিগ্রহ দর্শনের পর তিনি জানান, ‘‘শবরীমালা মন্দিরে এই আমার দ্বিতীয় তীর্থযাত্রা। আমি গত বছরও আয়াপ্পাস্বামীকে দর্শন করেছিলাম।’’

আরও পড়ুন: প্রথম বার রাবণ সেজে আর ঘরে ফেরা হল না দলবীরের!

গত চার দিন ধরে শুরু হয়েছে শবরীমালার তীর্থযাত্রা। পাহাড়ি রাস্তা এখন রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রেকিং রাস্তার দুই ধারে। সুপ্রিম কোর্টের রায়ের পর ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলা ভক্তদের আটকাতে অসংখ্য ভক্তও ব্যারিকেড করে আছেন রাস্তার দুই ধারে।

কড়া পুলিশি প্রহরায় বেসক্যাম্প থেকে মন্দির পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা। ছবি: পিটিআই।

যদিও তীর্থযাত্রা শুরুর চতুর্থ দিনে ১০ থেকে ৫০ বছর বয়সী আর কোনও মহিলা ভক্তকে মন্দির দর্শনের ট্রেকিং পথে দেখা যায়নি। যদিও শুক্রবার দুই মহিলা আয়াপ্পাস্বামীর গর্ভগৃহের একদম সামনে পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত পুরোহিতদের অবরোধের মুখে পড়ে তাঁকে ফিরে আসতে হয়।

আরও পড়ুন: পুলিশ পিটিয়ে শিরোনামে বিজেপি নেতা, দেখুন সেই ভিডিয়ো

শনিবার যদিও বিকেলে তীর্থযাত্রার বেসক্যাম্পে পৌঁছেছেন কেরলেরই এক মহিলা। ৩৮ বছরের এই মহিলা কেরল দলিত মহিলা ফেডারেশনের সাধারণ সম্পাদক। কড়া পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে তাঁকে। এরই মধ্যে শুরু হয়েছে টানা বৃষ্টি। মঞ্জু নামের এই মহিলা গর্ভগৃহে ঢুকে আয়াপ্পাস্বামীকে দর্শনের সিদ্ধান্তে বদ্ধপরিকর। সমস্ত নজর এখন তাঁর দিকেই। পুরোহিত, ভক্ত আর সেবাইতদের অবরোধ ভেঙে ভেতরে ঢুকতে পারলে শবরীমালায় তৈরি হবে নতুন ইতিহাস।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Sabarimala Temple Woman Entry Age Proof Ayappa Swami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy