Advertisement
২০ এপ্রিল ২০২৪
coronavirus

কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু

ভারতে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ শেখরবাবু দু'বছর আগেও ছিলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে 'পদ্মশ্রী' পান শেখরবাবু।

প্রয়াত বিজ্ঞানী শেখর বসু। ছবি: সংগৃহীত

প্রয়াত বিজ্ঞানী শেখর বসু। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৪
Share: Save:

কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের পূর্বতন সচিব শেখর বসু।তিনি ছিলেন দেশের পরমাণু সাবমেরিন ‘আইএনএস অরিহন্ত’-এর মূল স্থপতি। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বয়স হয়েছিল ৬৭।

ভারতে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ শেখর দু’বছর আগেও ছিলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ পান।

তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট কণাপদার্থবিজ্ঞানী নবকুমার মণ্ডল জানিয়েছেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র শেখর মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)’-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত বার্ক-এর অধিকর্তার দায়িত্বেই ছিলেন।

আরও পড়ুন: বর্ধমানের সৌম্যর বানানো প্যারাশুটে চেপে মঙ্গলে নামবে রোভার

দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল শেখরের।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিশিষ্ট বিজ্ঞানী ও ‘ইন্টার- ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ত অ্যাস্ট্রোফিজিক্স (আয়ুকা)’-র অধিকর্তা অধ্যাপক সোমক রায়চৌধুরী বলেন, ‘‘শেখরবাবু অরিহন্তের রূপকার ছিলেন। পাশাপাশি পরমাণু শক্তিমন্ত্রকে থাকাকালীন তিনি ‘সার্ন’-এর প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনায় এবং মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধান সংক্রান্ত প্রকল্প ‘লাইগো’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’’

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও। • সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২ • টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১ • কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আরও পড়ুন: অক্সফোর্ডের টিকা কি হার মানবে লেকটাউনের সুমির উদ্ভাবনের কাছে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE