Advertisement
১৯ এপ্রিল ২০২৪
science news

জেট, প্রপেলার ছাড়াই উড়ল অবাক উড়ান!

না, কোনও সায়েন্স ফিকশন নয়। সত্যি-সত্যিই এমন একটা বিমান বানানো সম্ভব হয়েছে। পরীক্ষামূলক ভাবে যার সফল উড়ানও হয়েছে। সেই বিমান উড়েছে ৬০ মিটার।

সেই অবাক উড়ান। ছবি- 'নেচার'-এর সৌজন্যে।

সেই অবাক উড়ান। ছবি- 'নেচার'-এর সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৮:৪২
Share: Save:

জন্ম হল 'অবাক উড়ান'-এর। যার ওড়ার সময় কোনও সাড়াশব্দ হবে না। জেট, প্রপেলারও লাগবে না। ফলে, আকাশে ওড়ার সময় থাকবে না কোনও যন্ত্র বা যন্ত্রাংশের নড়নচড়ন। নিশব্দে উড়ে যাবে বিমান। জেট, প্রপেলার ছাড়াই।

না, কোনও সায়েন্স ফিকশন নয়। সত্যি-সত্যিই এমন একটা বিমান বানানো সম্ভব হয়েছে। পরীক্ষামূলক ভাবে যার সফল উড়ানও হয়েছে। সেই বিমান উড়েছে ৬০ মিটার।

যে প্রযুক্তিতে ওই বিমান বানানো সম্ভব হয়েছে, তা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল 'নেচার'-এর হালের সংখ্যায়। মূল গবেষক ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র অ্যারোনটিক্সের অধ্যাপক স্টিভেন ব্যারেট জানিয়েছেন, ওই বিমান চালানো হবে 'আয়ন ড্রাইভ' প্রযুক্তিতে। ওই বিশেষ প্রযুক্তির সুবাদে বাতাসের চেয়ে ভারী হওয়া সত্ত্বেও জেট, প্রপেলার ছাড়াই বাতাসে ভেসে থাকতে আর বাতাস কাটিয়ে উড়তে কোনও অসুবিধাই হবে না বিমানটির।

দেখুন সেই 'অবাক উড়ান'-এর ভিডিয়ো