Advertisement
E-Paper

‘ফসিলস স্টিল রুলস, ক্লোজেস্ট হয়তো অনুপম, তার বেশি কিছু নয়’

‘বিশ্বরূপম’ নামে তাঁর নতুন বই। গানের অ্যালবাম প্রকাশের কাজ চলছে। তবু তাঁর ক্ষোভ যাওয়ার নয়! রূপম ইসলামের কথা শুনলেন সুমনা দাশগুপ্ত ‘বিশ্বরূপম’ নামে তাঁর নতুন বই। গানের অ্যালবাম প্রকাশের কাজ চলছে। তবু তাঁর ক্ষোভ যাওয়ার নয়! রূপম ইসলামের কথা শুনলেন সুমনা দাশগুপ্ত

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share
Save

‘‘ওঠো হে সৈন্য লড়তে হবে

নেতার মনে পড়তে হবে

শাসন শুধু ভাষণ নয়

আসল অস্ত্র সমন্বয়...’’

নিজের গাওয়া এই গান তাঁর কলার টিউন।

ফোনে যখন তাঁকে পাওয়া গেল তখন কলকাতা থেকে ৬৮৩ কিলোমিটার দূরে, আলিপুরদুয়ারে। ডুয়ার্স উৎসবে তাঁর সন্ধের শো-এ দর্শকসংখ্যা নাকি তিরানব্বই হাজার! দাবি আয়োজকের।

তিনি তাতেও ভিতরে ভিতরে গুমরে।

রূপম ইসলাম।

নিজের ব্যান্ড ‘ফসিলস’ নিয়ে ১৮ বছর হাঁটার পরও তাঁর মধ্যে খানিক হতাশা, ‘‘প্রচুর ভাল গান তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো সামনে আসছে কই?’’

তিনি অবশ্য গানেও আছেন, আছেন লেখাতেও।

এ বারের বইমেলাতে আনন্দ পাবলির্সাস প্রকাশ করছে তাঁর চতুর্থ বই ‘বিশ্বরূপম’। নিজের রম্যরচনা ও গানের সংকলন। তাঁকে নাড়া দিয়ে যাওয়া চারপাশের বি‌ভিন্ন ঘটনা, প্রকৃতির সঙ্গে তাঁর কথোপকথনের দিনলিপি এই বইয়ের সম্পদ।

‘‘ক্ষমতা থাকলে ইন্ডাস্ট্রির নিয়মের বাইরে গিয়ে ‘হিট’ গান তৈরি করতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। তবেই তো শিল্প এগোবে।’’

তাঁর দাবি, ওই ‘চ্যালেঞ্জ’ নেওয়ার কাজটা তিনি করছেন তাঁর আগামী গানের অ্যালবাম — ‘নতুন নিয়ম’-এ।

আটটি গান। যন্ত্রানুষঙ্গ তাঁরই। প্রতি মাসে একটি করে গান ও তার ‘মিউজিক ভিডিয়ো’ রিলিজ করবে। এর মধ্যেই একটি গানের অডিয়ো ‘রিলিজ’ হয়ে গিয়েছে।

বইমেলার সময়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হবে এই ‘উগ্রবাদের গুপ্ত বই’ গানটির মিউজিক ভিডিয়ো।

সে তো হল, কিন্তু অনেকেই নাকি বলেন, বাংলা রক গান তার বাজার হারাচ্ছে। রেট চার্টে ‘দি অনুপম রায় ব্যান্ড’ নাকি ফার্স্ট বেঞ্চে। আর দু’নম্বরে চলে গেছে ‘ফসিলস’?

শুনেই রেগে উঠলেন, ‘‘ইচ্ছে করেই, কেউ এ সব রটাচ্ছে। অর্গানাইজারকে ফোন করলেই সঠিক অঙ্কটা জানা যাবে। ফসিলস লাস্ট সিজনে যে রেটে শো করেছে, তার থেকেও বেশি রেটে শো করছে এখন। লাইভ পারফরম্যান্সের ক্ষেত্রে ফসিলস স্টিল রুলস। তার ক্লোজেস্ট হয়তো অনুপম (রায়), তার বেশি কিছু নয়।’’

আজই হায়দরাবাদে শো করার কথা। কিন্তু সিনেমার গানে সুরকার ও গীতিকার রূপমকে আজকাল তেমন পাওয়া যাচ্ছে না কেন?

‘‘অফার নেই, তাই। অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’’

২৫ জানুয়ারি তাঁর জন্মদিনে প্রকাশ পাচ্ছে বই ও মিউজিক ভিডিয়ো।

তবে জন্মদিনকে আলাদা করে দেখার অভ্যাস তাঁর নেই। যে কোনও নতুন সৃষ্টির দিনই যে তাঁর কাছে জন্মদিন...

আনাচে কানাচে

শ্রীচরণেষু: প্রথম বার পর্দায় নামছেন সুপ্রিয়া দেবীর নাতি।

নির্মাল্য (ববি) চক্রবর্তীর ছবি

‘১৪ অগস্ট’-এ। তার আগে আশীর্বাদ নিতে নায়িকা দেবলীনা কুমারকে নিয়ে তাঁর ‘আম্মা’র বালিগঞ্জের ফ্ল্যাটে নাতি শন বন্দ্যোপাধ্যায়

ছবি: সুব্রত কুমার মণ্ডল

Rupam Islam

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}