আইফা হোক বা মেট গালার মঞ্চ... আপাদমস্তক দীপিকা পাড়ুকোনকে তারিয়ে তারিয়ে দেখেও তাঁর ডার্ক লিপ্সের মোহময় হাতছানি উপেক্ষা করা কঠিন। কোনও ছেলের পক্ষে যতটা কঠিন, মেয়ের পক্ষেও ততটাই। মিনিমাল মেকআপ, স্টেটমেন্ট ড্রেস আর ডার্ক লিপ্সে ফ্যাশন মঞ্চে ঝড় তুলেছেন অভিনেত্রীরা। মুষলধারে বৃষ্টি বা শীতের রুক্ষতা মনকে ভারী করে তোলে। সেই মনখারাপ কাটাতে গাঢ় ঠোঁটের টোটকা বেশির ভাগ মেয়ের জন্যই খাটে। তবে ডার্ক লিপ্সের জাদু এখন আর এই দুটো মরসুমে আটকে নেই। গোটা বছরে যে কোনও অনুষ্ঠানে, দিনের যে কোনও সময়ে ঠোঁটকে রাঙিয়ে নিতে পারেন পছন্দের গাঢ় রঙে।
ঠোঁটের যত্ন: ডার্ক লিপ্সের জন্য প্রথমেই প্রয়োজন মসৃণ ঠোঁট। তাই ভাল করে স্ক্রাবিং করা জরুরি। ঘরোয়া টোটকা হিসেবে অলিভ অয়েল ও চিনির মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন।
এক্সফোলিয়েশনের পরে ভাল করে ঠোঁটে বাম লাগিয়ে নিন। যাতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। বামের চেয়েও এ ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ দেয় লিপ ক্রিম।