Advertisement
E-Paper

চোখে লাগুক রং

রোজকার ধূসর জীবনে আইশ্যাডো হোক না একটু রঙিন। তা হলে জীবনের রংও হয়তো পালটে যাবে...রোজকার ধূসর জীবনে আইশ্যাডো হোক না একটু রঙিন। তা হলে জীবনের রংও হয়তো পালটে যাবে...

নবনীতা দত্ত ও ঈপ্সিতা বসু

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০০:২১

ছোটবেলায় যখন আইশ্যাডো লাগাতে ইচ্ছে করত, তখন মায়ের লিপস্টিক হাতে নিয়ে আমরা অনেকেই চোখের উপর ঘষেছি। লিপস্টিক দিয়ে আইশ্যাডোর কাজ চালাতাম বলে রংটা বেশ গাঢ় হত। সে সব দিনের কথা এখন মনে পড়লে হাসি পায়! আগামী দিনে এই মেকআপ কিন্তু হাসির নয়, বরং এই মেকআপ করতে পারলেই কাজ হাসিল... আইশ্যাডোয় গাঢ় রংই এখন ট্রেন্ড।

লাল বা গোলাপির সঙ্গে তুঁতে, হলুদ, সবুজ রংও যোগ হবে আইশ্যাডোর প্যালেটে। পোশাক যা-ই পরি না কেন, তার সঙ্গে মুখের সাজ হতে হবে মানানসই। এত দিনের নুড মেকআপের রাজত্বে এখন ভাগ বসাতে চলেছে বিভিন্ন রং। আর যে সে রং নয়, বেশ গাঢ় রং। যে সব রং অতিরিক্ত মাত্রায় স্যাচিয়রেটেড, যাদের অস্তিত্ব ফিল্মের টেকনিকালারে, সেই রকম রংই এ বার একেবারে ফোকাসে অর্থাৎ অক্ষিপল্লবে। তবে মেকআপে এত রংয়ের ব্যবহার কী করে করবেন, সেটাও শিখতে হবে।

• আইশ্যাডোর ব্লেন্ডিং খুব ভাল হতে হবে। যেহেতু রং খুব গাঢ়, ব্লেন্ডিং ঠিক মতো না হলে এক এক জায়গায় রং জমে ভাল দেখাবে না। বিশেষ করে যখন চোখের উপরে দুটো রং একসঙ্গে ব্যবহার করবেন, তখন বিশেষ যত্ন নিয়ে মেশাতে হবে। যেমন (একদম ডান দিকের ছবিতে), চোখের উপরের অংশে গাঢ় গোলাপি রংয়ের আইশ্যাডো লাগিয়ে চোখের লাইন ধরে আইলাইনার টানতে হবে। এর পর কালো রঙের শ্যাডো দিয়ে ক্যাট্‌স আইয়ের মতো আকার আনতে হবে। এ ক্ষেত্রে কালো আর গোলাপির মাঝের অংশের ব্লেন্ডিংটাই আসল।

• পোশাকের সঙ্গে অবশ্যই মানানসই হতে হবে আইশ্যাডোর রং। যেমন, বাঁ পাশের ছবিতে সবুজ রঙের পোশাকের সঙ্গে তুঁতে রঙেরই দুটো ভিন্ন শেড চোখের উপরে ও নীচে লাগানো হয়েছে। আবার পোশাকের রঙের সঙ্গে কনট্রাস্ট করেও আইশ্যাডো লাগাতে পারেন। যেমন, ডান দিকে উপরের ছবিতে লাল রঙের পোশাকের সঙ্গে চোখে ফ্লুরোসেন্ট সবুজ রঙের গ্লিটারিং শেড ব্যবহার করা হয়েছে।

• মেকআপে রঙের আধিক্য থাকলে তা ব্যালান্স করতে অ্যাকসেসরিজ হবে হালকা। যেমন বাঁ দিকের নীচের ছবিতে শাড়ির সঙ্গে চোখের মেকআপে বাইকালার রয়েছে বলে গয়নার ব্যবহার নেই।

• আইশ্যাডো ডার্ক হলে চোখের নীচে কাজল না পরলেও চলে। একই সঙ্গে চোখের উপরে ও নীচে ভারী মেকআপ ভাল দেখায় না। যেমন ডান দিকের ছবিতে চোখে হালকা গোলাপি রঙের সঙ্গে গালের পিচ ব্লাশার ও ঠোঁটের হালকা পিচ শেড পুরো মেকআপের ভারসাম্য বজায় রাখছে।

মডেল: রিয়া, হিয়া
মেকআপ: উজ্জ্বল দত্ত

ছবি: অমিত দাস
ড্রেস: অ্যান্ড, ফোরাম কোর্টইয়ার্ড

শাড়ি, জ্যাকেট: প্রণয় বৈদ্য

Make Up Eye Shadow Colours
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy