ছোটবেলায় যখন আইশ্যাডো লাগাতে ইচ্ছে করত, তখন মায়ের লিপস্টিক হাতে নিয়ে আমরা অনেকেই চোখের উপর ঘষেছি। লিপস্টিক দিয়ে আইশ্যাডোর কাজ চালাতাম বলে রংটা বেশ গাঢ় হত। সে সব দিনের কথা এখন মনে পড়লে হাসি পায়! আগামী দিনে এই মেকআপ কিন্তু হাসির নয়, বরং এই মেকআপ করতে পারলেই কাজ হাসিল... আইশ্যাডোয় গাঢ় রংই এখন ট্রেন্ড।
লাল বা গোলাপির সঙ্গে তুঁতে, হলুদ, সবুজ রংও যোগ হবে আইশ্যাডোর প্যালেটে। পোশাক যা-ই পরি না কেন, তার সঙ্গে মুখের সাজ হতে হবে মানানসই। এত দিনের নুড মেকআপের রাজত্বে এখন ভাগ বসাতে চলেছে বিভিন্ন রং। আর যে সে রং নয়, বেশ গাঢ় রং। যে সব রং অতিরিক্ত মাত্রায় স্যাচিয়রেটেড, যাদের অস্তিত্ব ফিল্মের টেকনিকালারে, সেই রকম রংই এ বার একেবারে ফোকাসে অর্থাৎ অক্ষিপল্লবে। তবে মেকআপে এত রংয়ের ব্যবহার কী করে করবেন, সেটাও শিখতে হবে।
• আইশ্যাডোর ব্লেন্ডিং খুব ভাল হতে হবে। যেহেতু রং খুব গাঢ়, ব্লেন্ডিং ঠিক মতো না হলে এক এক জায়গায় রং জমে ভাল দেখাবে না। বিশেষ করে যখন চোখের উপরে দুটো রং একসঙ্গে ব্যবহার করবেন, তখন বিশেষ যত্ন নিয়ে মেশাতে হবে। যেমন (একদম ডান দিকের ছবিতে), চোখের উপরের অংশে গাঢ় গোলাপি রংয়ের আইশ্যাডো লাগিয়ে চোখের লাইন ধরে আইলাইনার টানতে হবে। এর পর কালো রঙের শ্যাডো দিয়ে ক্যাট্স আইয়ের মতো আকার আনতে হবে। এ ক্ষেত্রে কালো আর গোলাপির মাঝের অংশের ব্লেন্ডিংটাই আসল।