যাঁদের লম্বা চুল, গরমের দিনে তাঁদের বেজায় সমস্যা। খুলে রাখার উপায় নেই। দিনের বেলা তো নৈব নৈব চ!
গরমের দিনে ছিমছাম সাজের সঙ্গে সবচেয়ে ভাল মানায় টপ নট। যাঁদের চুল বেশ লম্বা, তাঁরা এই স্টাইলটা আরও ভাল করে করতে পারবেন। প্রথমে চুল খুব ভাল করে আঁচড়ে নিন। তারপর চুলের সামনের অংশটা চিরুনি দিয়ে উলটো দিকে স্ট্রোক করতে পারেন। তা হলে চুল একটু ফোলা লাগবে। ছবির ম়ডেলের ক্ষেত্রে যেভাবে চুলের সামনের দিকটা একটু উঁচু করে ফুলিয়ে দেওয়া হয়েছে। এবার পিছনের দিকে চুল নিয়ে ঘাড় থেকে একেবারে তুলে টপ নট করুন। ববি পিন আর কাঁটা দিয়ে ভাল করে আটকে নিন যাতে খুলে না যায়। টপ নট যে-কোনও পোশাকের সঙ্গে মানায়। সেটা ওয়েস্টার্ন হতে পারে। সাবেকি সাজও হতে পারে। দিনের বেলা টপ নট করা থাকলে প্যাঁচপেচে গরম থেকে শান্তি মিলবে। আবার সন্ধেবেলার কোনও পার্টিতেও ঢাকাই জামদানির সঙ্গে টপ নট দিব্যি জমে যাবে।