কখনও কখনও মেজাজ ভাল করতে দরকার ব্রাইট মেকআপের টোটকা! রঙিন মেকআপকেই যদি রোজকার সাজে ব্যবহার করা যায়, চনমনে হয়ে উঠবেন নিমেষেই। যেমন এই ডাবল আইলাইনার লুক। লাইনারে দু’টো রং ব্যবহার করে কী ভাবে আপনার গোটা দিনটা চনমনে হয়ে উঠবে, তার উপায় বলা রইল। তবে খেয়াল রাখবেন, এই মেকআপের সঙ্গে পোশাকেও যেন থাকে মানানসই রঙের ছোঁয়া।
• মুখ পরিষ্কার করে কোনও ডে লোশন মাসাজ করে নিন। চোখের নীচে কনসিলার ব্লেন্ড করে সেটাকে কিছুক্ষণ সময় দিন।
• ফাউন্ডেশন ব্যবহার করে, প্রেসড পাউডার লাগিয়ে নিন। মুখ বেশি ড্রাই হয়ে গেলে ক্রিম বেসড ফাউন্ডেশন ব্যবহার করবেন।