আইলাইনার, আইশ্যাডো থেকে শুরু করে মেকআপ প্যালেটে এখন কত রং। সেখানে মাসকারাই বা শুধু পিছিয়ে থাকবে কেন! আইল্যাশে ব্যবহার করুন কিছু রঙিন মাসকারা ও বদলে ফেলুন চোখের ভাষা।
সিনেম্যাটিক: উজ্জ্বল রঙের আইশ্যাডোর সঙ্গে একদম বিপরীত টোনের মাসকারা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, ফুশিয়া আইশ্যাডোর সঙ্গে মিন্ট গ্রিন মাসকারা। কিন্তু খেয়াল রাখবেন, তা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়। মেকআপে নানা রং রাখতে চাইলে পোশাক বাছুন হালকা রঙের।
এক রঙে: এই ধরনের লুকে একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন আইশ্যাডো ও মাসকারাতে। যেমন আকাশি রঙের আইশ্যাডো হলে গাঢ় নীল মাসকারা থাকবে চোখের পলকে। আইলাইনার না লাগিয়ে শুধু শ্যাডো আর মাসকারাতেই এই মোনোটোন লুক সম্পূর্ণ করতে পারেন।