মেকআপ ঠিকমতো করলে মুখের যে কোনও খুঁত ঢেকে দেওয়া সম্ভব। চোখের তলার কালি, ব্রণর দাগ নিমেষে যেমন ঢেকে দিতে পারে। তেমনই মুখের সুন্দর বৈশিষ্ট্যগুলিতে আরও স্পষ্ট করে নজর কাড়তে পারে। তবে সঠিক কৌশল জেনে রাখতে হবে।
মেকআর কী ভাবে করলে মুখের খুঁত ঢাকতে পারবেন?
মুখের ফোলা ভাব কমাতে প্রথমে চোখের চারপাশে ‘আইস প্যাক’ বুলিয়ে নিন। বরফের ঠান্ডা সহ্য করতে না পারলে ফ্রিজে রাখা টি-ব্যাগও ব্যবহার করতে পারেন। কিছু ক্ষণ চোখের উপর রাখার পর হালকা করে আঙুল দিয়ে মাসাজ করতে পারেন। এই পদ্ধতিতে চোখের চারপাশে জমে থাকা ফ্লুইড সরে যাবে। ফোলা ভাব অনেকটাই কমবে।
চোখের কালচে ছোপের উপর কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। তা হলে কালচে ছোপ বড়জোর ধূসরে পরিণত হবে। এই ছোপ ঢাকতে কমলা বা পিচ রঙের কারেক্টর ব্যবহার করেন পেশাদার রূপটান শিল্পীরা। খুব সামান্য পরিমাণে কারেক্টর নিয়ে ব্রাশের সাহায্যে চোখের কালির উপর বুলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রসাধনীর স্তর যেন খুব পুরু না হয়।
আরও পড়ুন:
চোখের পল্লব ঘন দেখাতে হলে আগে পল্লবে কিছুটা পাউডার ব্রাশ করে নিন। তার পরে লাগান মাসকারা। তাহলেই চোখের পল্লব ঘন দেখাবে।
মেকআপ সেট করার জন্য সেটিং বা ‘বানানা’ পাউডার ব্যবহার করেন পেশাদার রূপটান শিল্পীরা। তবে, তার আগে চোখের তলায় ব্লটিং পেপার চেপে ধরতে অতিরিক্ত ফাউন্ডেশন, ঘাম বা তেলতেলে ভাব টেনে নিলে তার পর পাউডার দেওয়া যেতে পারে। চোখের অন্য সাজসজ্জা করার আগে চোখের উপর ভাল করে সেটিং পাউডার বুলিয়ে নিন। অতিরিক্ত মনে হলেও ক্ষতি নেই।
মেকআপের আগে ঠোঁটে কনসিলার লাগান। কনসিলার যে কোনও ধরনের দাগছোপ তুলে দিতে পারে। আঙুল বা ব্রাশ দিয়ে ঠোঁটে কনসিলার লাগিয়ে নিতে হবে। এর উপর লিপস্টিক পরলে লিপস্টিকের আসল রং খুলে বেরোবে। একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা ভাল। এতে ঠোঁটের কালচে ভাব সহজে বোঝা যাবে না।