Advertisement
E-Paper

ঝকঝকে গৃহস্থালি

ঘরদোর পরিষ্কার করা সময়সাপেক্ষ এবং খাটুনিরও। রইল চটজলদি বাড়ি পরিষ্কারের টিপ্‌সঘরদোর পরিষ্কার করা সময়সাপেক্ষ এবং খাটুনিরও। রইল চটজলদি বাড়ি পরিষ্কারের টিপ্‌স

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০

বাড়ি পরিষ্কার এক ধরনের ঝক্কির কাজ। নোংরা ঘরদোর যেমন বাড়ির সৌন্দর্যে কাঁটা, তেমনই স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। হাঁপানি, অ্যালার্জি সাধারণত ধুলোময়লা থেকেই আঁকড়ে বসে। রইল বাড়ি পরিষ্কারের জন্য কিছু টিপ্‌স।

• বাড়ি পরিষ্কারের জন্য নিজের হাতে এক ধরনের অল পারপাস ক্লিনার্স বানিয়ে রাখা ভাল। চার চামচ বেকিং সোডার সঙ্গে প্রায় এক লিটার গরম জল মিশিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে স্প্রে করে মুছে দিলেই তকতকে হবে।

• অনেকেই মেঝেয় বাহারি কার্পেট সাজাতে পছন্দ করেন। ধুলোময়লা তাতে জমে বেশি। বাড়ি পরিচ্ছন্ন রাখতে চাইলে কার্পেট না রেখে ল্যামিনেট করা হার্ড ফ্লোর বা টাইল্‌স লাগাতে পারেন। কার্পেট রাখলে তা নিয়মিত পরিষ্কার করুন।

• অনেকেই বাড়ি পরিষ্কার করতে গিয়ে টিভি, কাচের জানালায় সরাসরি লিকুইড সোপ স্প্রে করে মুছে নেন। এটি না করে বরং যে কাপড় দিয়ে মুছবেন, সেখানে সোপ স্প্রে করে তা দিয়ে রাব করুন।

• অনেক সময়েই প্রবেশপথে জুতোর দাগ ধরে যায়। তার জন্য দাগের উপরে টেনিস বল ঘষতে পারেন। এতে দাগ হাল্কা হয়ে যায়।

• যে সমস্ত জায়গায় সচরাচর হাত পৌঁছয় না, যেমন সিলিং ফ্যান, সেখানে পরিষ্কারের জন্য ব্যবহার করুন পেন্টিং রোলার। রোলারের গায়ে ড্রায়ার শিট লাগিয়ে ফ্যানের ব্লেড বরাবর পরিষ্কার করতে পারেন।

• টাইল্‌সের ফাঁকে ফাঁকে ময়লা জমার প্রবণতা বেশি। তার জন্য ফাঁকা টিউবে থকথকে ওয়াশেবল সোপ ভরে নিয়ে দাগ বরাবর ঢালুন। কিছুক্ষণ পরে জল দিয়ে ধুয়ে নিন।

• বাড়ির সোফা, জানালা, আসবাব ইত্যাদি পরিষ্কারের জন্য অবশ্যই সঙ্গে থাক মাইক্রোফাইবার।

• প্রতি সপ্তাহে অন্তত এক বার করে বিছানার চাদর, বালিশের কভার বদলানো উচিত। বিছানার চাদরের উপরে যে ব্ল্যাঙ্কেট পাতা থাকে, তা যদি সপ্তাহান্তে বদলাতে না পারেন, তা হলে উল্টে দিন। তবে মাসে দু’বার তা পরিষ্কার করা উচিত।

• অনেক সময়ে জুতোয় ঘাম জমে দুর্গন্ধ ছড়ায়। তা ঘরের ভিতরের গন্ধ, পরিবেশের ভারসাম্য নষ্ট করে। জুতোয় সামান্য বেকিং সোডা ছড়িয়ে রাখুন। দুর্গন্ধ কেটে যাবে।

• বাড়িতে বাচ্চা থাকলে অনেক সময়েই কাঠের আসবাবে মোম রং দিয়ে আঁকিবুকি কাটে। দাগ তোলার জন্য টুথপেস্ট লাগিয়ে রাখুন। শুকোলে জল দিয়ে তুলে ফেলুন।

• বাড়িতে অনেকেই এয়ার পিউরিফায়ারের ব্যবস্থা রাখেন। কিন্তু একটি পিউরিফায়ার শুধু মাত্র একটি ঘর বা অল্প জায়গার জন্য ঠিক। পিউরিফায়ারও নিয়মিত পরিষ্কার করতে হয়। যে ঘরে যাতায়াত সবচেয়ে বেশি, এয়ার পিউরিফায়ার সেখানে রাখাই শ্রেয়।

• বাড়ির ফ্লোর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। ঘরের এক কোণ থেকে শুরু করে দরজা অবধি পরিষ্কার করে বেরিয়ে যান।

• প্রত্যেক ঘরে গাছ রাখা ভাল। ইনডোর প্ল্যান্ট বেনজ়েন, ফর্ম্যালডিহাইড শোষণ করে ঘর দূষণমুক্ত রাখতে সাহায্য করে। তবে নিয়মিত গাছের পাতা পরিষ্কার করাও দরকার।

• ঝোড়ো হাওয়ার সময়ে দরজা-জানালা বন্ধ রাখা ভাল। বাতাসের মাধ্যমে পোলেন ঘরে ঢোকে।

নিয়মিত বাড়ি পরিষ্কার রাখলে এক দিনে অনেক কাজ জমে থাকে না, আবার স্বাস্থ্যরক্ষাও হয়।

Room Cleaning Life Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy