সেটিং স্প্রে বা পাউডার: মেকআপ যাতে দীর্ঘস্থায়ী হয়, তার জন্য ব্যবহার করতে পারেন সেটিং স্প্রে বা পাউডার। মেকআপ করার ১০ মিনিট পরে মুখের একটু দূর থেকে এটা স্প্রে করবেন। তবে খেয়াল রাখবেন এই স্প্রে যেন চোখে না চলে যায়। ইংরেজি অক্ষর ‘এক্স’ ও ‘টি’ আকারেই এটা মুখে স্প্রে করার নিয়ম।
আই প্রাইমার: চোখের মেকআপের আগে দরকার আই প্রাইমারের। প্রাইমার লাগিয়ে নিলে আইশ্যাডো বা লিকুইড আইলাইনার, যা-ই লাগানো হোক না কেন, তা ভাল করে বসে যায়। চোখের চারপাশে ছড়িয়ে যায় না। চোখের নীচেও অল্প করে প্রাইমার লাগিয়ে নিতে পারেন। অনেক সময়েই চোখের কাজল গড়িয়ে আরও নীচে চলে আসে। সে ক্ষেত্রে প্রাইমার ব্যবহার করলে চোখের সাজ দীর্ঘস্থায়ী হবে।
আই ব্রো জেল: যতই ভুরু ব্রাশ করে বেরোন না কেন, কিছুক্ষণের মধ্যেই তা অবিন্যস্ত হয়ে যায়। অনেকটা চুলের মতোই অবাধ্য সে। তাই আই ব্রো জেল ব্যবহার করতে পারেন। এই জেল ভুরুর বিন্যাস ধরে রাখে অনেকক্ষণ। ভুরু পাতলা হলে টিন্টেড আই ব্রো জেল লাগাতে পারেন। তা হলে বেশ ঘন দেখাবে।
লিপ প্রাইমার: মুখের বা চোখের প্রাইমারের মতোই এর কাজও মেকআপের ভিত তৈরি করা। ঠোঁটে প্রাইমার লাগিয়ে, পরে লিপ লাইন করলে লিপস্টিক ঠোঁটের বাইরে বেরিয়ে যাবে না। বরং এই লিপ মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
লিপ প্লাম্পার: ‘মিরর মিরর’ ছবির জুলিয়া রবার্টসের সৌন্দর্য চিকিৎসার দৃশ্য মনে পড়ে? পতঙ্গের কামড়ে ঠোঁট ভরাট করে নিতে পারলে তো কথাই নেই। না হলে ব্যবহার করতে পারেন লিপ প্লাম্পার বাম। এই বামে দারচিনি, লবঙ্গ ও মেন্থল জাতীয় উপাদান ব্যবহার করা হয়। ফলে ঠোঁটে হালকা ইরিটেশন তৈরি হয়। ঠোঁট ফুলে বেশ ভরাট দেখায়।
আইল্যাশ: সাধারণত মাসকারা দিয়েই চোখের পলক ভরাট করার কাজ চলে যায়। কিন্তু অনুষ্ঠানে-উৎসবে চোখ আকর্ষক বানাতে আইল্যাশ ব্যবহার করাই যায়।
হাই ডেফিনেশন পাউডার: ত্বকের সব সমস্যা ঢেকে দিতে এই একটি পাউডারই যথেষ্ট। দাগছোপ, বলিরেখা ঢেকে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে এই এইচ ডি পাউডার। ক্যামেরার সামনে, বেশি আলোয় অনেকক্ষণ থাকলে এই পাউডার ব্যবহার করতে পারেন।
জেল লাইনার: চোখে জেল লাইনার এখন ভীষণ ভাবে ইন। এই লাইনারে চোখ উজ্জ্বলও দেখায়। তাই নীল, সবুজ, মেরুন বা সোনালি রঙের জেল লাইনার বেছে নিতে পারেন উৎসবে-অনু্ষ্ঠানে।
টুথ হোয়াইটনার: যদিও এটি মেকআপের জন্য ব্যবহার করা হয় না। কিন্তু হাসলেই তো বেরিয়ে পড়বে দন্তকুল। তাই দাঁতের সাজও জরুরি। সুন্দর সাজে হঠাৎ হলদে ছোপওয়ালা দাঁত বেরিয়ে পড়লে কেমন দেখাবে, ভাবুন তো! টুথ হোয়াইটনার দাঁতের উপরের ছোপ তুলে দাঁতকে পরিষ্কার ও সাদা করতে সাহায্য করে। বিশেষ দিনে সাজপাঠ শুরুর আগেই দাঁতের পালিশ সেরে নিন।
সাজ সম্পূর্ণ করতে সাজের ঘরের এই অতিথি শিল্পীরা কিন্তু দারুণ পটু। তাই ইচ্ছে হলে সঙ্গে রাখতেই পারেন এই ধরনের মেকআপ সামগ্রী...