Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Presents
Personal Finance 2023

মার্কেট ক্যাপিটালাইজেশনের শেয়ার চাইছেন? ভরসা থাকুক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে

অন্যান্য জরুরি শর্তের মধ্যে যেমন রয়েছে স্টক এক্সচেঞ্জে সেটির ট্রেডিং ভল্যুম। সঙ্গে মার্কেট ক্যাপও একটি বিশেষ প্রয়োজনীয় ফ্যাক্টর। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার যথেষ্ট স্বাধীনতা পান তাঁর হোল্ডিংগুলির পরিবর্তনের বিষয়ে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলাঞ্জন দে
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৮:১৪
Share: Save:

একই পোর্টফোলিয়োয় নানা রকম মার্কেট ক্যাপিটালাইজেশনের অন্তর্ভুক্ত শেয়ার চাইছেন? কিন্তু কোন শেয়ার কত অনুপাতে থাকবে, তা ঠিক করতে পারছেন না? এ ক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ শ্রেণির মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সুরাহা পাবেন। বাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে এই ফান্ড বিভিন্ন অনুপাতে লগ্নি করবে লার্জ, মিড এবং স্মল ক্যাপ স্টকে। উদ্দেশ্য, দিনের শেষে ইউনিট হোল্ডারের হাতে তুলে দেওয়া একটি ডাইভারসিফায়েড পোর্টফোলিও, যেখানে নির্দিষ্ট কোনও মার্কেট ক্যাপের গণ্ডিতে তাঁকে আটকে থাকতে হবে না। সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজার যদি মনে করেন কোনও বিশেষ ক্ষেত্রের (যেখানে তিনি বিনিয়োগ করছেন) আকর্ষণ কমেছে, বা লাভ হ্রাস পাবে, তিনি সেখান থেকে সরে যেতে পারবেন। এখানে বলে রাখা ভাল, মার্কেট ক্যাপ একটি চলতি মাপকাঠি হিসাবে ধরা হয়, বিশেষ করে পেশাদার বিনিয়োগকারীদের জন্য।

অন্যান্য জরুরি শর্তের মধ্যে যেমন রয়েছে স্টক এক্সচেঞ্জে সেটির ট্রেডিং ভল্যুম। সঙ্গে মার্কেট ক্যাপও একটি বিশেষ প্রয়োজনীয় ফ্যাক্টর। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার যথেষ্ট স্বাধীনতা পান তাঁর হোল্ডিংগুলির পরিবর্তনের বিষয়ে।

ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি এই মূহূর্তে নতুন - পুরনো বিনিয়োগকারীর জন্য ডাইভারসিফিকেশনের সুযোগ এনে দিচ্ছে। এতে লোকসানের ঝুঁকির মাত্রা কমে আসে। কারণ ফান্ড ম্যানেজার বেশ কিছু ইকোনমিক সেক্টরে তাঁর অ্যাসেট ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন। অন্তত পাঁচ সাত বছর ধরে টানা বিনিয়োগ ধরে রাখতে পারলে যথাযথ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করা হয়।

সেই জন্য লগ্নিকারীরা যাতে এককালীন বিনিয়োগ করতে পারেন, এবং সিপের মাধ্যমে সম্পদ বাড়াতে ইচ্ছুক হন, উপদেষ্টারা সে ভাবেই পরামর্শ দিয়ে থাকেন। মিউচুয়াল ফান্ডের বাজারে এখন একাধিক ভাল ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে সে কারণেই।

প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Personal Finance 2023 Mutual Fund Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE