এইচএসবিসি-র মিউচুয়াল ফান্ড
বাজারে নতুন মিউচুয়াল ফান্ড প্রকল্প এনেছে এইচএসবিসি। তাদের ‘এইএসবিসি ম্যানেজড সলিউশন্স’ ফান্ডটি ওপেন এন্ডেড প্রকল্প। সংস্থার দাবি, দীর্ঘ মেয়াদে যাঁরা সম্পদ গড়ে তুলতে ইচ্ছুক, তাঁদের কাছে প্রকল্পটি আকর্ষণীয় হবে। লগ্নিকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা হিসেবে প্রকল্পটিকে ‘গ্রোথ’, ‘মডারেট’ এবং ‘কনজারভেটিভ’ এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রকল্পটির টাকা দেশি-বিদেশি শেয়ার বাজার এবং দীর্ঘ ও স্বল্প মেয়াদের ঋণপত্রে লগ্নি করা হবে। পাশাপাশি, বিনিয়োগ করা হবে সোনাতেও। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রকল্পটিতে লগ্নি করা যাবে।
ডাইভার্সিফায়েড মিউচুয়াল ফান্ড
বাজারে একটি নতুন ডাইভার্সিফায়েড ইক্যুইটি ফান্ড ছাড়ল মতিলাল অসওয়াল। প্রকল্পটির ন্যূনতম ৬৫% টাকা খাটানো হবে শেয়ার বাজারে। বাকি টাকা যাবে ঋণপত্র নির্ভর প্রকল্পে। বাজারের অবস্থা বুঝে ১০% পর্যন্ত টাকা বিদেশের সিকিউরিটিজ-এও লগ্নি করা হতে পারে বলে জানিয়েছে সংস্থা। মিউচুয়াল ফান্ডে লগ্নির মাধ্যমে যাঁরা ঝুঁকি নিতে আগ্রহী, মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। প্রকল্পটিতে লগ্নি করা যাবে ১৭ এপ্রিল পর্যন্ত।
ফ্র্যাঙ্কলিনের নতুন মিউচুয়াল ফান্ড
বাজারে নয়া মিউচুয়াল ফান্ড প্রকল্প আনল ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। এই ‘ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড’টি ওপেন এন্ডেড। প্রকল্পটির টাকা ঋণপত্র এবং মানি মার্কেটে লগ্নি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, লগ্নির বেশির ভাগটাই হবে ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বন্ডে। যাঁরা নিয়মিত নিশ্চিত আয় পেতে আগ্রহী, তাঁদের জন্যই কম ঝুঁকির এই প্রকল্পটি আনা হয়েছে জানিয়েছে ফ্র্যাঙ্কলিন। প্রথম পর্যায়ে ১৬ এপ্রিল পর্যন্ত প্রকল্পটিতে লগ্নি করা যাবে।