‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাশ করল কেন্দ্রীয় সরকার। আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত অনলাইন গেমের উপর চাপল সরকারি নিষেধাজ্ঞা। টাকা দিয়ে বাজি ধরা ও জুয়া খেলার মতো অনলাইন গেমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর বুধবার দুপুরে বিল পেশ করার পর বিকেলের মধ্যেই বিলটি লোকসভায় পাশ করা হয়। বৃহস্পতিবার রাজ্যসভাতেও পাশ হয় বিলটি।
প্রযুক্তির দৌলতে দেশে অনলাইন গেমের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোটবড় ভুঁইফোড় সংস্থা। তাদের বিজ্ঞাপনী চটক দেখে অনেকেই অনলাইন গেমের প্রতি আসক্ত হচ্ছেন। আবার এই ধরনের গেমে যোগ দিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। অনলাইন গেমের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াতেও হয়েছে অংশগ্রহণকারীদের।