একই সময়ে দুই তারকা গিয়েছেন বিদেশভ্রমণে। একই দিনে, একই জায়গা থেকে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন নায়ক-নায়িকা। নায়ককে দেখা গিয়েছে মাঝসমুদ্রে প্রমোদতরীতে ভাসতে। নায়িকাও সেই জায়গার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন। এ ঘটনা সম্পূর্ণ কাকতালীয়, না কি নায়ক-নায়িকা একসঙ্গেই ঘুরতে গিয়েছেন— তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি, বলি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে যে বলি নায়ক বীর পহাড়িয়া সম্পর্কে রয়েছেন তা নিয়েও আলোচনা চলছে তুঙ্গে।
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন বীর। প্রমোদতরীতে বসে মাঝসমুদ্রে ভাসছিলেন তিনি, ছবিতে এমনটাই দেখা গিয়েছিল। এই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা পরেই তারা একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেন। সেখানে দেখা গিয়েছে সবুজে ঘেরা পাহাড়। সমুদ্রের উপর দিয়ে স্পিডবোট ভেসে যাচ্ছে। নেটাগরিকদের অধিকাংশের দাবি, তারা এবং বীর একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন ইটালিতে। দু’জনের একসঙ্গে ছবি না দিলেও আলাদা ভাবে পর্যটনকেন্দ্রের ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। তার পর থেকেই বীর এবং তারার সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা।