‘শ্যশাঙ্ক রিডেমপ্শন’, ‘এস্কেপ ফ্রম আলকাতরাজ’, ‘দ্য গ্রিন মাইল’-এর মতো সিনেমাগুলির কথা শুনলেই কী মনে পড়ে? অন্ধকার কারাগার, কারারক্ষীদের অকথ্য অত্যাচার, বন্দিজীবন। কারণ, এই প্রতিটি সিনেমাতেই জেলের ভয়ঙ্কর জীবন স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। এই সব সিনেমায় জেলবন্দিদের উপর অত্যাচারের ঘটনা দেখে কারও মনে হতেই পারে যে বাস্তব জীবনে বন্দিদের সঙ্গে নিশ্চয়ই এতটা অত্যাচার করা হয় না।
তবে বাস্তবে সত্যিই এমন একটি কারাগার ছিল, যা বছর দশেক আগে পর্যন্ত বিশ্বের অন্যতম জঘন্য কারাগার হিসাবে পরিচিত ছিল। বিশ্বের দরবারে কুখ্যাত তকমা পাওয়া এই কারাগারের নাম তাদমোর। অনেক কারাগার বিশেষজ্ঞের মতে, কারাগারটিকে নরক বললেও কম বলা হবে। কারণ, ওই কারাগারে বন্দিদের উপর চলত নিয়মিত মারধর এবং অকথ্য নির্যাতন।