Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Lucky Zodiac Signs of August 2025

যাতে হাত দেবেন, তা-ই সোনা হয়ে ফিরবে! অগস্টে সৌভাগ্যের সিংহাসনে বসবেন যে পাঁচ রাশি

অগস্ট মাসটি কেমন যাবে ভাবছেন? জ্যোতিষী বলছে, এই মাসে পাঁচ রাশির ভাগ্য বদলাতে চলেছে। আপনার রাশি সেই তালিকায় রয়েছে কি না দেখে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১১:০৩
Share: Save:
০১ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

কোনও নতুন মাস আসলেই আমাদের প্রায় সকলের মনে একটা সাধারণ ভাবনা ঘুরে বেড়ায়, নতুন মাসটা কেমন যাবে। নতুন বছরের শুরুতে যেমন আমরা পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিই, নতুন মাস আসলেও ব্যাপারটা অনেকটা সে রকমই হয়।

০২ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

নতুন মাস শুরু হওয়ার পর মাথায় ঘোরে এ মাসে কতটা টাকা বাঁচাতে পারব, নতুন করে কোনও ঋণের ফাঁদে পড়তে হবে কি না, বাবা-মায়ের শরীর ঠিক থাকবে কি না, এ জাতীয় আরও নানা ভাবনা। আমরা সকলেই চাই জীবনের প্রতিটি দিন যেন ভাল ভাবেই কাটে। কিন্তু সেটা কখনও সম্ভব না।

০৩ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

আগে থেকে খারাপ কিছু হবে কি না সেটা জানতে পারলে আমাদের সকলেরই খুব ভাল হত। কিন্তু কেউই সেটি হলফ করে বলে দিতে পারেন না। তবে জ্যোতিষশাস্ত্র এ ক্ষেত্রে কিছুটা হলেও ধারণা দিতে পারে। কোন মাস আপনার কেমন যাবে সেই ব্যাপারে একটা ধারণা জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া সম্ভব।

০৪ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

জ্যোতিষী জানাচ্ছেন, চলতি বছরের অগস্ট মাস পাঁচ রাশির জন্য সুখের হতে চলেছে। নির্দিষ্ট পাঁচ রাশির জাতক-জাতিকারা এই মাসে যাতে হাত দেবেন, তা-ই তাঁদের কাছে সোনা হয়ে ফিরে যাবে। জেনে নিন তাঁরা কারা।

০৫ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

কর্কট: অগস্টে কর্কট রাশির ব্যক্তিদের জীবনে নানা ভাল পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবারের সকলের সঙ্গে খুব ভাল সম্পর্ক থাকবে। পরিবারের সঙ্গে আনন্দ করে মাসটি কাটাতে পারবেন। গাড়ি-বাড়ি কেনার ভাল সুযোগ এই মাসে দেখা যাচ্ছে। হাতছাড়া না করাই ভাল হবে। কর্মক্ষেত্রেও সবাই আপনার গুণগান গাইবেন। অগস্টে অন্যান্য মাসের তুলনায় শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কা কম দেখা যাচ্ছে।

০৬ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা অগস্টে ‘টাকার সাগরে’ ভাসবেন। দারুণ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রে খুব ভাল ফল পাবেন। সঙ্গী আপনার মনের কথা বুঝবে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পেশাক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। যদি বিনিয়োগ করার ইচ্ছা থাকে, তা হলে এই মাসে করতে পারেন। ভাল লাভ হবে। নতুন কোনও কাজ বা ব্যবসা শুরু করার জন্য অগস্ট মাসটি আপনাদের জন্য আদর্শ।

০৭ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

তুলা: অগস্ট মাসটি তুলা রাশির জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। সন্তানের কোনও কাজে গর্বিত বোধ করবেন। ছেলে-মেয়ের স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। রোগব্যাধি আপনাদের পরিবারের কাছে ঘেঁষতে পারবে না। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে দারুণ লাভ হবে। কাজের জায়গায় ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়োবেন। সারা মাস জুড়ে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

০৮ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

মকর: এই মাসে মকর রাশির পেশাক্ষেত্রে অগ্রগতির যোগ রয়েছে। সাফল্যের পথে কোনও বাধা আসবে না। বহু দিন ধরে আটকে থাকা কাজ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পছন্দের মানুষ আপনার মনের কথা বুঝবে। প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অগস্ট মাসটি আপনার জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। ঘাড় থেকে ঋণের বোঝা নেমে যাবে। পরিবারে শান্তি থাকবে।

০৯ ০৯
August 2025 is going to be auspicious for these five zodiac signs

ধনু: অগস্ট মাসটি ধনু রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। যে কোনও কাজে সফল হবেন, ব্যর্থ হওয়ার কোনও আশঙ্কা দেখা যাচ্ছে না। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অগস্ট খুশির খবর সঙ্গে করে নিয়ে আসবে। ফাটকা জাতীয় কিছু থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে বসের বকুনি কম খেতে হবে। বাড়িতেও সকলের স্বাস্থ্য ভাল থাকবে। মন চাইলে এই মাসে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy