
২০২৫-’২৬ আর্থিক বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই খবর প্রকাশ্যে আসতেই উঠে গিয়েছে একটা প্রশ্ন। চিন এবং পাকিস্তানের মতো শত্রুভাবাপন্ন জোড়া প্রতিবেশীকে মোকাবিলার জন্য এই বাজেট বরাদ্দ কি পর্যাপ্ত? বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।