Advertisement
১১ মে ২০২৪
Bollywood

শুধু অক্ষয়ই পেলেন ৫০ কোটি! ‘রামসেতু’র খোঁজ করে কত পারিশ্রমিক পেলেন নুসরত-জ্যাকলিনরা

চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামসেতু’ ছবিটি। এই ছবিতে অভিনয় করে তারকারা কত উপার্জন করেছেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৬:৪৮
Share: Save:
০১ ১৬
চলতি বছরে দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। সব ছবির মধ্যে আলাদা ভাবে নজর কেড়েছে অভিষেক শর্মা পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ‘রাম সেতু’ ছবিটি।

চলতি বছরে দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। সব ছবির মধ্যে আলাদা ভাবে নজর কেড়েছে অভিষেক শর্মা পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ‘রাম সেতু’ ছবিটি।

০২ ১৬
ছবি মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। রাম সেতুর পৌরাণিক কাহিনি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। গল্পের প্রেক্ষাপট ২০০৭। ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী জলভাগে অবস্থিত ‘রাম সেতু’। এক জাহাজ ব্যবসায়ী চাইছেন রাম সেতুকে ভেঙে ফেলতে, যাতে জাহাজ চলাচল আরও দ্রুত হয়।

ছবি মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। রাম সেতুর পৌরাণিক কাহিনি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। গল্পের প্রেক্ষাপট ২০০৭। ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী জলভাগে অবস্থিত ‘রাম সেতু’। এক জাহাজ ব্যবসায়ী চাইছেন রাম সেতুকে ভেঙে ফেলতে, যাতে জাহাজ চলাচল আরও দ্রুত হয়।

০৩ ১৬
অন্য দিকে, ধর্মকে বলি দিয়ে ‘উন্নয়ন’ চাইছে না অন্য পক্ষ। অগত্যা এই সেতু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, না কি ‘রামায়ণ’-এর রামচন্দ্রের আমলে তৈরি, তা প্রমাণ করতে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সেতুর সত্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয় প্রত্নতাত্বিক আরিয়ান কুলশ্রেষ্ঠর (অক্ষয় কুমারের) উপর। ছবির গল্প এই ধারায় এগিয়ে যেতে থাকে।

অন্য দিকে, ধর্মকে বলি দিয়ে ‘উন্নয়ন’ চাইছে না অন্য পক্ষ। অগত্যা এই সেতু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, না কি ‘রামায়ণ’-এর রামচন্দ্রের আমলে তৈরি, তা প্রমাণ করতে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সেতুর সত্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয় প্রত্নতাত্বিক আরিয়ান কুলশ্রেষ্ঠর (অক্ষয় কুমারের) উপর। ছবির গল্প এই ধারায় এগিয়ে যেতে থাকে।

০৪ ১৬
এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার, নুসরত ভারুচা, শ্রীলঙ্কা-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও অনেককে।

এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার, নুসরত ভারুচা, শ্রীলঙ্কা-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও অনেককে।

০৫ ১৬
১৪০-১৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি উপার্জন করেছেন অক্ষয়।

১৪০-১৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি উপার্জন করেছেন অক্ষয়।

০৬ ১৬
সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করে তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করে তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

০৭ ১৬
অক্ষয়ের পরেই তালিকায় রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।

অক্ষয়ের পরেই তালিকায় রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।

০৮ ১৬
এই ছবিতে কাজ করে অভিনেত্রী পারিশ্রমিক পেয়েছেন চার কোটি টাকা।

এই ছবিতে কাজ করে অভিনেত্রী পারিশ্রমিক পেয়েছেন চার কোটি টাকা।

০৯ ১৬
‘রাম সেতু’ ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নুসরত ভারুচা।

‘রাম সেতু’ ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নুসরত ভারুচা।

১০ ১৬
এই ছবিতে অভিনয় করে তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

এই ছবিতে অভিনয় করে তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

১১ ১৬
‘রাম সেতু’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রেখেছেন তেলুগু অভিনেতা সত্যদেব কাঞ্চরন।

‘রাম সেতু’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রেখেছেন তেলুগু অভিনেতা সত্যদেব কাঞ্চরন।

১২ ১৬
ছবিতে অভিনয় করে এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সত্যদেব।

ছবিতে অভিনয় করে এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সত্যদেব।

১৩ ১৬
এই ছবিতে অভিনয় করে শুধু কোটিতেই নয়, লক্ষের গুণিতকেও পারিশ্রমিক পেয়েছেন অনেকে।

এই ছবিতে অভিনয় করে শুধু কোটিতেই নয়, লক্ষের গুণিতকেও পারিশ্রমিক পেয়েছেন অনেকে।

১৪ ১৬
এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেনিফার পিক্কিনাটোকে।

এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেনিফার পিক্কিনাটোকে।

১৫ ১৬
‘রাম সেতু’ ছবিতে কাজ করে জেনিফার ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

‘রাম সেতু’ ছবিতে কাজ করে জেনিফার ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

১৬ ১৬
দক্ষিণী তারকা নাসার ‘রাম সেতু’ ছবিতে অভিনয় করে ৪৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

দক্ষিণী তারকা নাসার ‘রাম সেতু’ ছবিতে অভিনয় করে ৪৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE