প্যারিসের ঐতিহ্যবাহী লুভ্র জাদুঘরে দুঃসাহসিক চুরির ঘটনায় দুনিয়া জুড়ে শোরগোল। খোয়া গিয়েছে কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের গয়না। নিরাপত্তার ঘোরাটোপ গলে কোন রাস্তায় জাদুঘরের গ্যালারিতে ঢোকে দুষ্কৃতীর দল? বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে কী ভাবেই বা রক্ষীদের চোখের সামনে দিয়ে চম্পট দিল তারা? ঘটনার জেরে হন্যে হয়ে এ সব প্রশ্নের জবাব খুঁজছে স্থানীয় গোয়েন্দা ও পুলিশ। তবে চোরেদের হানা বা ঐতিহাসিক সামগ্রী লুঠ— লুভ্রের ইতিহাসে কোনও কিছুই নতুন নয়।
শ্যেন নদীর তীরে ফ্রান্সের রাজধানী শহরে ঘুরতে আসা সারা পৃথিবীর পর্যটকদের কাছে মূল আকর্ষণ দু’টি। একটির নাম আইফেল টাওয়ার। আর দ্বিতীয়টি হল, লুভ্র জাদুঘর। সেখানে পরম যত্নে সংরক্ষিত আছে ইটালীয় রেনেসাঁ যুগের জগদ্বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা তৈলচিত্র ‘মোনা লিসা’। নিশ্ছিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও এক বার সেই ছবি হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল চোর। পরবর্তী দু’বছর তার জিম্মাতেই ছিল ‘মোনা লিসা’। শেষে অবশ্য দ্য ভিঞ্চির চিত্রকলাকে উদ্ধার করে লুভ্রে ফিরিয়ে আনেন ফরাসি গোয়েন্দারা।