Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Highest Paid Actress of Bollywood

কেউ ৪ কোটি তো কেউ ৪০! পারিশ্রমিকের নিরিখে একে অপরকে টক্কর দেন বলি নায়িকারা

আগের থেকে অনেক বেশি নারীকেন্দ্রিক ছবি তৈরি হয় বলিউডে। ফলে বর্তমান অভিনেত্রীদের পারিশ্রমিকেও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৫:০৩
Share: Save:
০১ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

বলিউডের ইতিহাস ১০০ বছরের পুরনো। এই এক শতাব্দীর দীর্ঘ যাত্রায় অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে বলিপাড়া। পরিবর্তন এসেছে শুটিং পদ্ধতিতে, প্রযুক্তির ব্যবহারেও। তবে যে পরিবর্তন একেবারে উপেক্ষা করা যায় না, তা হল বলিউডে অভিনেত্রীদের ভূমিকা এবং চরিত্রায়ন। আগের থেকে অনেক বেশি নারীকেন্দ্রিক ছবি তৈরি হয় বলিউডে। ফলে বর্তমান অভিনেত্রীদের পারিশ্রমিকেও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে।

০২ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

জানা আছে কি অভিনয় করার জন্য ছবিপিছু কত টাকা করে পারিশ্রমিক নেন খ্যাতনামী বলিউড অভিনেত্রীরা? পারিশ্রমিকের নিরিখে কোনও দিক থেকেই আর শাখরুখ, সলমন, অক্ষয়দের থেকে পিছিয়ে নেই দীপিকা-ক্যাটরিনারা।

০৩ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

বলি অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। পারিশ্রমিকের নিরিখে অনেক বলি অভিনেতাকেও টেক্কা দিচ্ছেন দীপিকা। বলিউডে ‘পাঠান’ ঝড়ের পর তিনি তাঁর পারিশ্রমিক আরও বৃদ্ধি করতে পারেন বলে জল্পনা।

০৪ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড এবং হলিউডে একসঙ্গে অভিনয় করা প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের প্রতি ছবিতে অভিনয়ের জন্য জোনাস পরিবারের বধূ নাকি ৩০ কোটি টাকা নেন।

০৫ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

প্রিয়ঙ্কার পরই এই তালিকায় রয়েছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। বলিউড সূত্রে খবর, অভিনয় করার জন্য ছবিপিছু ২৭ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

০৬ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কইফ। বর্তমানে প্রতিটি ছবির জন্য ক্যাটরিনা ২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে শোনা যায়।

০৭ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

ক্যাটরিনার মতো ছবিপিছু ২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন মহেশ ভট্ট-কন্যা আলিয়াও। মাঝেমধ্যেই নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন রণবীর-পত্নী।

০৮ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বলিউডের অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য বিরাট কোহলির স্ত্রী নাকি ২৩ কোটি টাকা দাবি করেন।

০৯ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

বলিউডের পরিচিত খলনায়ক শক্তি কপূরের কন্যা শ্রদ্ধা বড় পর্দার পরিচিত মুখ। বলিউডের অনেক সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। এক একটি ছবিতে অভিনয়ের জন্য নাকি ২০ কোটি করে পারিশ্রমিক নেন তিনি।

১০ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়মিত ভাবে বড় পর্দায় দেখা যায় না। তবে বলিউডে তাঁকে নিয়ে উত্তেজনা সবসময়ই তুঙ্গে। সম্প্রতি ঐশ্বর্যা অভিনীত ‘পিএস-২’ মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয়ের তিনি নাকি ১৫ কোটি টাকা নিয়েছেন।

১১ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

বলিউডের কপূর পরিবারের কন্যা তথা নবাব পরিবারের পুত্রবধূ করিনা কপূর খানও অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে শোনা যায়।

১২ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

যশ চোপড়ার পূত্রবধূ তথা বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায় বর্তমানে ভিন্ন স্বাদের ছবিতে অভিনয়ের দিকে মন দিয়েছেন। তবে তাতে তাঁর পারিশ্রমিক কমে যায়নি। প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য রানি নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

১৩ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

এর পরই এই তালিকায় রয়েছেন বলিউডের ‘ধক ধক’ অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে এবং অনিল কপূরের কন্যা সোনম কপূর। দুই অভিনেত্রীই প্রতি ছবিতে অভিনয়ের জন্য ৪-৫ কোটি টাকা করে পারিশ্রমিক নেন বলে শোনা যায়।

১৪ ১৪
Highest Paid Actress of Bollywood and how much they earn

অভিনেত্রী কাজল এবং বিদ্যা বালন নাকি প্রতি ছবিতে অভিনয়ের জন্য নেন ৪ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE