Advertisement
০১ মে ২০২৪
Hollywood Movies

বলিউডের বহু ছবি ‘টুকে’ তৈরি হয়েছে হলিউডি ছবি! তালিকায় রয়েছে সত্যজিতের বিখ্যাত সিনেমাও

অনেকের কাছেই অজানা যে হিন্দি ছবির চিত্রনাট্য অনুকরণ করেও হলিউডে বহু ছবি বানানো হয়েছে। এই তালিকায় রয়েছে শাহরুখ খান, সলমন খান এবং শাহিদ কপূরের মতো তারকাদের ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১১:২৭
Share: Save:
০১ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

বলিউডে একের পর এক ছবি মুক্তি পেয়ে চলেছে। এর মধ্যে বেশ কয়েকটি ছবি নিয়ে বক্রোক্তি করেন দর্শক। তাঁদের দাবি, হিন্দি ছবির অধিকাংশই দক্ষিণী ছবির অনুকরণ করে বানানো অথবা হলিউডের কোনও ছবি থেকে প্রভাবিত। কিন্তু অনেকের কাছেই অজানা যে হিন্দি ছবির চিত্রনাট্য অনুকরণ করেও হলিউডেও বহু ছবি বানানো হয়েছে। এই তালিকায় রয়েছে শাহরুখ খান, সলমন খান এবং শাহিদ কপূরের মতো তারকাদের ছবি।

০২ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিটি। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিতে শাহিদের সঙ্গে করিনা কপূর খানের অভিনয় সকলের মনে জায়গা করে নিয়েছিল। ছবিটিও বহুল প্রশংসা কুড়িয়েছিল দর্শকের কাছে।

০৩ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

‘জব উই মেট’ মুক্তির তিন বছর পর ২০১০ সালে হলিউডে ‘লিপ ইয়ার’ নামে একটি ছবি মুক্তি পায়। আনন্দ টাকার পরিচালিত এই ছবির চিত্রনাট্যকার ছিলেন হ্যারি এলফন্ট এবং ডেবোরা কাপলান।

০৪ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

‘লিপ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন এমি অ্যাডাম্‌স এবং ম্যাথিউ গুড। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিটি ‘জব উই মেট’ ছবির চিত্রনাট্য দ্বারা অনুপ্রাণিত।

০৫ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ ওয়েডনেসডে’ ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ পাণ্ডে। নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের অভিনীত এই ছবিটি বলিউডের প্রথম সারিতে থাকা ছবিগুলির মধ্যে অন্যতম।

০৬ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

‘আ ওয়েডনেসডে’র অনুকরণে শ্রীলঙ্কায় ‘আ কমন ম্যান’ নামে থ্রিলার ঘরানার ছবি মুক্তি পায় ২০১৩ সালে। চন্দ্রণ রত্নম পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন বেন কিংসলে এবং বেন ক্রস।

০৭ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

২০১২ সালে আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম অভিনীত ‘ভিকি ডোনার’ বলিপাড়ার কমেডি ঘরানার চর্চিত ছবিগুলির মধ্যে অন্যতম। এই ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত সরকার।

০৮ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

‘ভিকি ডোনার’ মুক্তির এক বছরের মাথায় এর অনুকরণে আমেরিকায় মুক্তি পায় কমেডি ড্রামা ঘরানার একটি ছবি ‘ডেলিভারি ম্যান’। কেন স্কট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন ভিন্স ভন, ক্রিস প্যাট এবং কোবি স্মালডার্স।

০৯ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

২০১১ সালে ডেনিস ডুগানের পরিচালনায় আমেরিকায় মুক্তি পায় ‘জাস্ট গো উইদ ইট’ ছবিটি। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিতে অভিনয় করেছিলেন অ্যাডাম স্যান্ডলার এবং জেনিফার অ্যানিস্টনের মতো হলি তারকারা।

১০ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

দর্শকের অধিকাংশের অনুমান, ‘জাস্ট গো উইদ ইট’ ছবিটি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সলমনের ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’ ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে ক্যাটরিনা কইফ, সুস্মিতা সেন এবং সোহেল খানকে।

১১ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

১৯৯৩ সালে যশ চোপড়ার পরিচালনায় শাহরুখ অভিনীত ‘ডর’ ছবিটি বলিপাড়ায় সাড়া ফেলে দেয়। খলনায়কের চরিত্রের ধূসরতাগুলি শাহরুখ যে ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা প্রশংসনীয়। শাহরুখের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল এবং জুহি চাওলা।

১২ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

‘ডর’ ছবি মুক্তির তিন বছর পর আমেরিকায় মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘ফিয়ার’। জেমস ফোলের পরিচালিত এই ছবিটি ‘ডর’-এর চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত। মার্ক ওয়ালবার্গ, রিস উইদারস্পুন, উইলিয়াম পিটারসেনের মতো তারকারা ‘ফিয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন।

১৩ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

২০০১ সালে মাইকেল বের পরিচালনায় আমেরিকায় মুক্তি পায় ‘পার্ল হার্বার’ নামের ওয়ার ড্রামা ঘরানার ছবি। বেন অ্যাফ্লেক যিনি ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন, তাঁকে ‘পার্ল হার্বার’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।

১৪ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

বলিপাড়া সূত্রে খবর, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঙ্গম’ ছবির ইংরেজি রিমেক ‘পার্ল হার্বার’। রাজ কপূর, রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তীমালা ‘সঙ্গম’ ছবিতে অভিনয় করেছিলেন।

১৫ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

শুধুমাত্র হিন্দি ছবি থেকেই নয়, বাংলা ছবি থেকেও রিমেক করা হয়েছে হলিউডের ছবি। ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পায় ‘চারুলতা’ ছবিটি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটিও বহুল প্রশংসা পায়।

১৬ ১৬
Hollywood movies those are inspired from hindi movies

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছিল ‘চারুলতা’ ছবিটি। ২০০৫ সালে ‘চারুলতা’ ছবির অনুকরণে মুক্তি পেয়েছিল ‘ফর্টি শেডস অফ ব্লু’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE