ডেনমার্কের মালিকানায় থাকা গ্রিনল্যান্ড কব্জা করতে চেয়ে নেটোভুক্ত ইউরোপীয় ‘বন্ধু’দের উপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুমেরু সাগর সংলগ্ন বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে কেন দখলে করতে চাইছে আমেরিকা? চলতি বছরের জানুয়ারির গোড়া থেকেই ওঠা এই প্রশ্নে বার বার একটি যুক্তিই খাড়া করেছেন ‘পোটাস’ (প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস)। তাঁর দাবি, আগামী দিনে ‘সবুজ দ্বীপ’ অধিকার করবে রাশিয়া ও চিন, যা ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের যাবতীয় নিরাপত্তা বলয়। আর তাই কোনও ঝুঁকি নিতে রাজি নন তিনি।
দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় অংশই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, ‘সবুজ দ্বীপে’ রুশ-চিনের সম্ভাব্য আগ্রাসন রুখতে সেখানে উপস্থিত নেটোর সামরিক ঘাঁটিকে মজবুত করার মতো বিকল্প রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। তার জন্য আমেরিকার মানচিত্র বদলানোর কোনও প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে, গত কয়েক বছরে সুমেরু সাগর সংলগ্ন ওই এলাকায় নিজের উপস্থিতি কয়েক গুণ বৃদ্ধি করেছে বেজিং। সে দিক থেকে ‘পোটাসের’ উদ্বেগকে অন্যায্য ভাবার কোনও কারণ নেই বলে মনে করেন তাঁর গুণমুগ্ধ ভক্তেরা।