Advertisement
১০ মে ২০২৪
Artificial Intelligence ChatGPT

খটমট প্রশ্নের ঝরঝরে উত্তর, টনটনে নীতিজ্ঞান... গুগলকে চ্যালেঞ্জ জানাতে নয়া হাতিয়ার মাস্কের

২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটির প্রকাশ ঘটে। আর তার পর থেকেই চমকের পালা। কৃত্রিম মেধাসম্পন্ন এই প্রযুক্তি চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। তাকে ইচ্ছামতো কাজে লাগানো যাচ্ছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০১
Share: Save:
০১ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

কৃত্রিম মেধার দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে ইলন মাস্ক স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ওপেনএআই’। কৃত্রিম মেধা দিয়ে তারা তৈরি করে ফেলেছে এক আশ্চর্য সফ্‌টওয়্যার, নাম চ্যাটজিপিটি।

০২ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও বলা যায়। কয়েক সেকেন্ডে হাজার হাজার শব্দ লিখে ফেলা কিংবা নিমেষে জটিল কোনও প্রশ্নের উত্তর দেওয়া— চ্যাটজিপিটির কাছে সবটাই যেন জলভাত।

০৩ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটি মূলত শিক্ষামূলক কথোপকথন ভিত্তিক প্রযুক্তি। ২০২২ সালের নভেম্বর মাসে এর প্রকাশ ঘটে। আর তার পর থেকেই চমকের পালা। কৃত্রিম মেধাসম্পন্ন এই প্রযুক্তি চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। তাকে ইচ্ছামতো কাজে লাগানো যাচ্ছে।

০৪ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই চ্যাটজিপিটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। মাত্র ৫ দিনের মধ্যে এই প্রযুক্তির ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে গিয়েছিল ১০ লক্ষে। ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে ১০ কোটির বেশি মানুষ চ্যাটজিপিটির আস্বাদ নিয়ে ফেলেছেন। ব্যবহারকারীর সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে।

০৫ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটির প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে ‘ওপেনএআই’-এর সঙ্গে হাত মিলিয়েছে মাইক্রোসফ্‌ট। এই প্রযুক্তি আগামী দিনে গুগলকে টেক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে। দাবি, গুগলে যে প্রশ্নের উত্তর জানতে চান মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি সে উত্তর দেয় আরও বেশি যত্ন নিয়ে।

০৬ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটি কী ভাবে ব্যবহার করতে হয়? ইন্টারনেট পরিষেবাসম্পন্ন ফোন বা কম্পিউটার এবং তাতে উপযুক্ত কোনও ব্রাউজ়ারই কৃত্রিম মেধার এই প্রযুক্তি ব্যবহারের জন্য যথেষ্ট।

০৭ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

প্রথমে ব্রাউজ়ারের মাধ্যমে ‘ওপেনএআই’-এর চ্যাটজিপিটি-র প্রথম পৃষ্ঠায় যেতে হবে। এ ক্ষেত্রে, গুগল ক্রোম, সাফারি কিংবা মাইক্রোসফ্‌ট এজ-এর মতো ব্রাউজ়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

০৮ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটির প্রথম পৃষ্ঠায় গিয়ে নিজস্ব গুগল কিংবা মাইক্রোসফ্‌ট অ্যাকাউন্টের ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। নতুন অ্যাকাউন্ট খুললে তথ্য যাচাইয়ের জন্য একটি ইমেল পাঠাবেন কর্তৃপক্ষ। তার মাধ্যমে ভেরিফাই করাতে হবে।

০৯ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

লগ ইন করার পর ‘ওপেনএআই’-এর তালিকাভুক্ত নানা উদাহরণ, সীমাবদ্ধতা এবং কারিগরির নমুনা দেখা যাবে। সেগুলিতে ক্লিক করে চ্যাটজিপিটির প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা পাবেন ব্যবহারকারী।

১০ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

চ্যাটজিপিটিকে যে কোনও ধরনের প্রশ্ন করা যাবে। সঙ্গে সঙ্গেই সে সব প্রশ্নের জবাব বলে দেবে কৃত্রিম মেধার এই সফ্‌টওয়ার। মৌলিক কবিতা, নাটক কিংবা পরীক্ষার খাতায় প্রয়োজনীয় আস্ত রচনাও লিখে দেবে চ্যাটজিপিটি। যে কারণে এটি পড়ুয়াদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।

১১ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

সারা বিশ্বে বহু মানুষ ‘ওপেনএআই’-এর ব্রাউজ়ারগুলি ব্যবহার করেন। চ্যাটজিপিটিতেও ব্যবহারকারীর সংখ্যা প্রচুর। ফলে এই সফ্‌টওয়ারে মাঝেমধ্যেই কাজে ব্যাঘাত ঘটতে পারে। ‘এরর’ বার্তা ভেসে উঠতে পারে চোখের সামনে। সে ক্ষেত্রে, পৃষ্ঠাটি আর এক বার রিফ্রেশ করলেই কাজ হবে।

১২ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

শুধু প্রশ্নোত্তর নয়, চ্যাটজিপিটিতে আক্ষরিক অর্থেই ‘চ্যাট’ করতে পারেন মানুষ। রোবটের সঙ্গে দিব্যি গল্প জুড়ে দেওয়া যায়। কৃত্রিম মেধার সাহায্যে স্বতন্ত্র ভাবে প্রশ্নকারীর সঙ্গে কথোপকথন গড়ে তোলে চ্যাটজিপিটি।

১৩ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

প্রয়োজনে ব্যবহারকারীকে সৎ পরামর্শও দেয় চ্যাটজিপিটি। নীতিশিক্ষার বুলিও এই ‘চ্যাটে’ দেখা যায়। কেউ কোনও অনৈতিক প্রশ্ন করলে, উপযুক্ত জবাব পায় এই সফ্‌টওয়্যার থেকে। কোনও প্রশ্নে ত্রুটি থাকলে, তা-ও ধরিয়ে দেয় চ্যাটজিপিটি।

১৪ ১৬
ChatGPT is an all new Ai system that can answer any question.

কিছু দিন আগে পেনসিলভানিয়ার পাসপোর্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র পিটার স্নিপভ্যানগার্সের চ্যাটজিপিটি ব্যবহারের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এসেছিল। তিনি এই প্রযুক্তির মাধ্যমে ২ হাজার শব্দের একটি প্রতিবেদন লিখতে বলেন ‘চ্যাটবট’টিকে। পিটার জানিয়েছেন, মাত্র ২০ মিনিটের মধ্যে নির্ভুল ভাবে ২০০০ শব্দের প্রতিবেদন তাঁর লেখা হয়ে গিয়েছিল। সাধারণত, এই ধরনের বড় প্রশ্নের উত্তর মুখস্থ করতে পিটারের সময় লেগে যায় প্রায় ১২ সপ্তাহ। চ্যাটজিপিটির ক্ষমতায় বিস্মিত ব্যবহারকারীও।

১৫ ১৬
A photograph of student writing with pencil.

শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটির বাড়বাড়ন্তে প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। কৃত্রিম মেধাকে হাতের মুঠোয় এনে দিয়েছে ‘ওপেনএআই’। পড়ুয়াদের ভবিষ্যতে সার্বিক ভাবে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত অনেকের।

১৬ ১৬
A photograph of students studying with interest.

শিক্ষকদের আশঙ্কা এই প্রযুক্তির জন্য পড়ুয়াদের জানার আগ্রহ বা শিক্ষা, দুই-ই অসম্পূর্ণ থেকে যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে এই প্রযুক্তি সাহায্য করলেও অভিনব ফল করার ক্ষেত্রে শেষ কথা বলবে মানুষের মেধাই, মত বিশেষজ্ঞদের।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE