আধুনিক সমরকৌশলের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে আনম্যানড এরিয়াল ভেহিকল বা মানববিহীন উড়ুক্কু যান। সমরসজ্জা ও রণকৌশল যত আধুনিক হয়েছে ততই উন্নত হয়েছে ড্রোন। আধুনিক যুদ্ধকৌশলের রূপরেখা পাল্টে দিয়েছে ড্রোনের ব্যবহার। সংঘাত শুরু হলে বিশেষ করে সীমান্ত এলাকায় ড্রোন পাঠিয়ে শত্রুশিবিরকে ব্যতিব্যস্ত করে তুলতে চায় প্রতিটি দেশই।
হালের ভারত-পাক সংঘাত থেকে রাশিয়া-ইউক্রেন ‘যুদ্ধ’ কিংবা পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল-হামাস লড়াই— সর্বত্র খেলা ঘুরিয়ে দিয়েছে ড্রোন। মানববিহীন উড়ুক্কু যানগুলিকে আরও প্রাণঘাতী ও অত্যাধুনিক করে তুলতে এ বার তাতে কৃত্রিম মেধার সংমিশ্রণ ঘটাচ্ছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা গবেষকেরা। উড়ন্ত মারণাস্ত্রগুলি যত শক্তিশালী হচ্ছে ততই আঁটসাঁট করে গড়ে তুলতে হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।