মহাকাশ গবেষণায় ফের নতুন মাইলফলক পার। ‘চিন্তাশীল’ কৃত্রিম উপগ্রহ তৈরি করে সারা দুনিয়াকে চমকে দিল ভারত! সংশ্লিষ্ট নভোযানটি মানুষের থেকে ঢের বেশি ‘বুদ্ধিমান’ বলে জানিয়েছেন এর নির্মাণকারী হায়দরাবাদের স্টার্টআপ সংস্থা। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে কাজে লেগে পড়বে ‘কৃত্রিম মেধা’ বা এআই-ভিত্তিক (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ওই কৃত্রিম উপগ্রহ।
হায়দরাবাদের স্টার্টআপ ‘টেকমিটুস্পেস’-এর তৈরি ‘চিন্তাশীল’ ওই নভোযানের পোশাকি নাম ‘ডেটা কম্পিউট’। এআই-ভিত্তিক এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশ গবেষণার যুগান্তকারী আবিষ্কার বলে উল্লেখ করেছেন জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ। তাঁদের দাবি, এ বার থেকে আর শুধুমাত্র তথ্য আদান-প্রদানের কাজ করবে না পৃথিবীর নিম্নকক্ষে থাকা নভোযান। প্রয়োজনমতো তার থেকে মিলবে আশু কর্তব্যের নির্দেশ। ফলে জটিল পরিস্থিতিতে সহজেই নেওয়া যাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত।