মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধে’ নতিস্বীকার নয়! বরং পাল্টা প্রত্যাঘাত শানিয়ে যুক্তরাষ্ট্রের যাবতীয় সংস্থার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিক কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ বার এমনই আর্জি জানালেন দেশের ‘অন্নদাতা’রা। এতে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ঘরোয়া রাজনীতিতেও বিজেপির লাভ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
চলতি বছরের এপ্রিলে নতুন শুল্কনীতি চালু করা ইস্তক ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কৃষি এবং দুধ ও দুগ্ধজাত পণ্য এ দেশের বাজারে বিক্রি করতে চাইছেন তিনি। কিন্তু, এ ব্যাপারে তীব্র আপত্তি রয়েছে নয়াদিল্লির। কেন্দ্রের যুক্তি, এতে মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়বেন এ দেশের ডেয়ারি শিল্প এবং কৃষকসমাজ। ফলে দীর্ঘ আলোচনা সত্ত্বেও এ ব্যাপারে কোনও সমঝোতায় আসেনি দুই দেশ।