ফের মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দুনিয়ার নিশানায় ইরান। রাষ্ট্রপুঞ্জের কাঁধে ভর করে সাবেক পারস্য দেশটির পায়ে কড়া নিষেধাজ্ঞার বেড়ি পরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। শত চেষ্টা করেও সেই ষড়যন্ত্র আটকাতে ব্যর্থ রাশিয়া এবং চিন। অন্য দিকে রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্তের জেরে রক্তচাপ বেড়েছে ভারতেরও। কারণ, পাকিস্তানকে পাশ কাটিয়ে এত দিন মধ্য এশিয়ায় যাওয়ার ক্ষেত্রে শিয়া মুলুকটিকে ব্যবহার করছিল নয়াদিল্লি। এ বার তা চিরতরে বন্ধ হতে পারে বলে মনে করছেন দুঁদে কূটনীতিকদের একাংশ।
বিশ্লেষকদের দাবি, ইরানের উপর রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার দ্বিমুখী প্রভাব ভারতের উপরে পড়ার আশঙ্কা রয়েছে। প্রথমত, ১০ বছরের চুক্তিতে চাবাহার সমুদ্রবন্দরটি নয়াদিল্লিকে যৌথ ভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে সাবেক পারস্য দেশের সরকার। এর সংস্কারে বিপুল অঙ্কের টাকাও খরচ করেছে কেন্দ্র। গত কয়েক বছরে পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ‘প্রবেশদ্বার’ হিসাবে সংশ্লিষ্ট বন্দরটিকে গড়ে তুলতে তেমন সমস্যা হয়নি।