৩৭ বছরের শাপমুক্তি। ফের ভারতের মাটিতে তৈরি হবে মাঝারি মাপের যাত্রিবাহী বিমান, ‘এসজে-১০০’। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রুশ সংস্থা ‘ইউনাইটেড এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন’-এর (ইউএসি) সঙ্গে একটি সমঝোতা স্মারকে (পড়ুন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ) সই করেছে এ দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ (হ্যাল)। এর মাধ্যমে ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য ‘এসজে-১০০’ যাত্রিবাহী বিমান নির্মাণের স্বত্ত্ব পেয়েছে তারা।
চলতি বছরের ২৭ অক্টোবর মস্কোয় রুশ সংস্থা ইউএসির সঙ্গে মউ সই করে হ্যাল। এ দেশের যাত্রিবাহী বিমানের ক্রমবর্ধমান চাহিদার কারণে সংশ্লিষ্ট সমঝোতাটি ‘গেম চেঞ্জার’ হতে চলেছে বলে জানিয়েছে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া উড়ান পরিষেবার বাজার রয়েছে ভারতে। এর জেরে এখানে বছর বছর লাফিয়ে বাড়ছে যাত্রীর সংখ্যা। সেই চাপ সামলাতে আগামী দিনে উড়ান সংস্থাগুলি যে বিমানের সংখ্যা বাড়াবে, তা বলাই বাহুল্য।