শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ‘বন্ধু’ কাতার নয়। পশ্চিম এশিয়া ও আফ্রিকা মিলিয়ে একসঙ্গে ছ’টি মুসলিম দেশকে নিশানা করল ইজ়রায়েল। পাশাপাশি, ইরান মদতপুষ্ট প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর হুমকির পর আরব দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই পরিস্থিতিতে তেল আভিভের রোষের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি রাশিয়া ছোটেন কাতারের বিদেশমন্ত্রী। অন্য দিকে ইসলামীয় দেশগুলিকে এককাট্টা হওয়ার ডাক দিয়েছে পাকিস্তান।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় বোমাবর্ষণ করে ইজ়রায়েলি বায়ুসেনা। শহরের মধ্যে হামাসের দফতরকে নিশানা করে ইহুদি বিমানবাহিনী। তেল আভিভের সঙ্গে সংঘর্ষবিরতির ব্যাপারে আলোচনার জন্য সেখানে জড়ো হচ্ছিলেন সংশ্লিষ্ট সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের তৈরি ‘এফ-৩৫ লাইটনিং টু’ লড়াকু জেট থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল আভিভের আকাশ-যোদ্ধারা। ইজ়রায়েলের দাবি, কাতারের সামরিক অভিযানে লক্ষ্যপূরণে সক্ষম হয়েছে তারা। অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন সামিট অফ ফায়ার’ (আগুনের শীর্ষ সম্মেলন)।