উচ্চ বেতনের চাকরি বা কাজের খোঁজে ভারত থেকে বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয়। কিন্তু, এ ব্যাপারে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। সমীক্ষকদের দাবি, পশ্চিম এশিয়া থেকে পূর্ব ইউরোপের যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলিতে বেশি করে চাকরি করতে যাচ্ছে এ দেশের বিপুল সংখ্যক শ্রমিক। কেন অতিরিক্ত রোজগারের জন্য জীবন বাজি রাখছেন তাঁরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবার নয়াদিল্লির অর্থনীতির ‘অন্ধকার সত্যি’টা প্রকাশ্যে চলে এসেছে, যা নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকদের একাংশ।
বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। কিন্তু তা সত্ত্বেও নয়াদিল্লির গলার কাঁটা হয়ে রয়েছে কর্মসংস্থান। এ দেশের যুব সম্প্রদায়ের একটি বড় অংশ সম্মানজনক বেতনের কাজ বা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ। শুধু তা-ই নয়, সেই সুযোগও তাঁদের সামনে ধরতে ব্যর্থ হচ্ছে সরকার। ফলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা বেশি রোজগারের আশায় আরও বেশি করে বিদেশে পাড়ি দিচ্ছেন।