Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Kapil Sharma

প্রতি পর্বে ৫০ লক্ষ পান কপিল শর্মা! ভারতী সিংহ, রূপালিদের দৈনিক পারিশ্রমিক কত?

ধারাবাহিক হোক কিংবা রিয়্যালিটি শো— টিভির দুনিয়ায় যে সব মুখ বর্তমানে রাজ করছেন, তাঁদের দৈনিক পারিশ্রমিকের অঙ্কে যে কারও মাথা ঘুরে যাবে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৪
Share: Save:
০১ ২০
তাঁদের কাজ ‘বোকা বাক্সে’র মাধ্যমে আম-আদমির ঘরে ঘরে মনোরঞ্জন। রুপোলি পর্দা নয় ঠিকই। কিন্তু পর্দা ছোট হলেও তার চাকচিক্যে দ্যুতি নেহাত কম নয়! টেলিভিশনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেলিদুনিয়ার তারকাদের অর্থ। বলিউড ছবির তারকাদের রীতিমতো ইদানীং টেক্কা দিচ্ছেন টেলিদুনিয়ার তারারা। তাঁদের পারিশ্রমিক শুনলে আপনার চোখ কপালে উঠবে।

তাঁদের কাজ ‘বোকা বাক্সে’র মাধ্যমে আম-আদমির ঘরে ঘরে মনোরঞ্জন। রুপোলি পর্দা নয় ঠিকই। কিন্তু পর্দা ছোট হলেও তার চাকচিক্যে দ্যুতি নেহাত কম নয়! টেলিভিশনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেলিদুনিয়ার তারকাদের অর্থ। বলিউড ছবির তারকাদের রীতিমতো ইদানীং টেক্কা দিচ্ছেন টেলিদুনিয়ার তারারা। তাঁদের পারিশ্রমিক শুনলে আপনার চোখ কপালে উঠবে।

০২ ২০
ধারাবাহিক হোক কিংবা রিয়্যালিটি শো— টিভির দুনিয়ায় যে সব মুখ বর্তমানে রাজ করছেন, তাঁদের দৈনিক পারিশ্রমিকের অঙ্কে যে কারও মাথা ঘুরে যাবে। চলুন, দেখে নেওয়া যাক, হিন্দি টেলিদুনিয়ায়  আপনার পছন্দের তারকারা কে কত পারিশ্রমিক পান।

ধারাবাহিক হোক কিংবা রিয়্যালিটি শো— টিভির দুনিয়ায় যে সব মুখ বর্তমানে রাজ করছেন, তাঁদের দৈনিক পারিশ্রমিকের অঙ্কে যে কারও মাথা ঘুরে যাবে। চলুন, দেখে নেওয়া যাক, হিন্দি টেলিদুনিয়ায় আপনার পছন্দের তারকারা কে কত পারিশ্রমিক পান।

০৩ ২০
ছোট পর্দায় পারিশ্রমিকের নিরিখে সকলকে টেক্কা দিয়েছেন ‘কমেডি কিং’ কপিল শর্মা। ‘দ্য কপিল শর্মা শো’ ভারতীয় টেলিদুনিয়ায় নজির তৈরি করেছে। লোক হাসিয়েই কোটি কোটি টাকা কামাচ্ছেন কপিল।

ছোট পর্দায় পারিশ্রমিকের নিরিখে সকলকে টেক্কা দিয়েছেন ‘কমেডি কিং’ কপিল শর্মা। ‘দ্য কপিল শর্মা শো’ ভারতীয় টেলিদুনিয়ায় নজির তৈরি করেছে। লোক হাসিয়েই কোটি কোটি টাকা কামাচ্ছেন কপিল।

০৪ ২০
যত দিন গড়িয়েছে, কপিল শর্মার যেমন জনপ্রিয়তা বেড়েছে, তেমনই তাঁর পারিশ্রমিকের অঙ্কও লাফিয়ে বেড়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই শোয়ের প্রতি পর্ব পিছু কপিল পান ৫০ লক্ষ টাকা।

যত দিন গড়িয়েছে, কপিল শর্মার যেমন জনপ্রিয়তা বেড়েছে, তেমনই তাঁর পারিশ্রমিকের অঙ্কও লাফিয়ে বেড়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই শোয়ের প্রতি পর্ব পিছু কপিল পান ৫০ লক্ষ টাকা।

০৫ ২০
 এক সময় কপিল শর্মার সঙ্গেই ওই জনপ্রিয় কমেডি শো-তে দেখা যেত অভিনেতা সুনীল গ্রোভারকে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ শোয়ে গুত্তি চরিত্রে সুনীল রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন।

এক সময় কপিল শর্মার সঙ্গেই ওই জনপ্রিয় কমেডি শো-তে দেখা যেত অভিনেতা সুনীল গ্রোভারকে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ শোয়ে গুত্তি চরিত্রে সুনীল রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন।

০৬ ২০
শোনা যায়, শোয়ে প্রতি পর্ব পিছু ১০ থেকে ১২ লক্ষ টাকা পান সুনীল গ্রোভার। যদিও টাকার অঙ্কে কপিলের থেকে বেশ খানিকটা কম পান তিনি।

শোনা যায়, শোয়ে প্রতি পর্ব পিছু ১০ থেকে ১২ লক্ষ টাকা পান সুনীল গ্রোভার। যদিও টাকার অঙ্কে কপিলের থেকে বেশ খানিকটা কম পান তিনি।

০৭ ২০
কমেডি কুইন ভারতী সিংহের পারিশ্রমিকও কম নয়! কপিলের শোয়ে দেখা যায় ভারতীকেও। শোনা যায়, প্রতি পর্ব পিছু তিনি পান ১০ থেকে ১২ লক্ষ টাকা।

কমেডি কুইন ভারতী সিংহের পারিশ্রমিকও কম নয়! কপিলের শোয়ে দেখা যায় ভারতীকেও। শোনা যায়, প্রতি পর্ব পিছু তিনি পান ১০ থেকে ১২ লক্ষ টাকা।

০৮ ২০
রিয়্যালিটি শোয়ের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকগুলিও। হিন্দি টেলিদুনিয়ায় ধারাবাহিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যিনি, তাঁর নাম রূপালি গঙ্গোপাধ্যায়।

রিয়্যালিটি শোয়ের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকগুলিও। হিন্দি টেলিদুনিয়ায় ধারাবাহিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যিনি, তাঁর নাম রূপালি গঙ্গোপাধ্যায়।

০৯ ২০
 ভারতীয় টেলিদুনিয়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র প্রধান চরিত্রে দেখা যায় রূপালিকে। আগে প্রতি পর্ব পিছু তিনি পেতেন দেড় লক্ষ টাকা। বর্তমানে সেই পারিশ্রমিক বেড়ে হয়েছে ৩ লক্ষ টাকা।

ভারতীয় টেলিদুনিয়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র প্রধান চরিত্রে দেখা যায় রূপালিকে। আগে প্রতি পর্ব পিছু তিনি পেতেন দেড় লক্ষ টাকা। বর্তমানে সেই পারিশ্রমিক বেড়ে হয়েছে ৩ লক্ষ টাকা।

১০ ২০
টিভিতে রোজ মুখ দেখানোর জন্য রূপালির পরই যে অভিনেত্রী সবচেয়ে বেশি পারিশ্রমিক পান, তিনি হিনা খান। প্রতি পর্ব পিছু তাঁর পারিশ্রমিক ২ লক্ষ টাকা।

টিভিতে রোজ মুখ দেখানোর জন্য রূপালির পরই যে অভিনেত্রী সবচেয়ে বেশি পারিশ্রমিক পান, তিনি হিনা খান। প্রতি পর্ব পিছু তাঁর পারিশ্রমিক ২ লক্ষ টাকা।

১১ ২০
হিনা খানের মতোই প্রতি পর্ব পিছু ২ লক্ষ টাকা পারিশ্রমিক পান এই মুহূর্তে টেলিদুনিয়ায় শোরগোল ফেলে দেওয়া তেজস্বী প্রকাশ। ‘বিগ বস ১৫’-তে জয়ী হওয়ার পর থেকেই তেজস্বীর জনপ্রিয়তা গগনচুম্বী। তার পরই ‘নাগিন ৬’ ধারাবাহিকে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

হিনা খানের মতোই প্রতি পর্ব পিছু ২ লক্ষ টাকা পারিশ্রমিক পান এই মুহূর্তে টেলিদুনিয়ায় শোরগোল ফেলে দেওয়া তেজস্বী প্রকাশ। ‘বিগ বস ১৫’-তে জয়ী হওয়ার পর থেকেই তেজস্বীর জনপ্রিয়তা গগনচুম্বী। তার পরই ‘নাগিন ৬’ ধারাবাহিকে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

১২ ২০
বলিউড অভিনেতা রণিত রায়ের পারিশ্রমিকও নেহাত কম নয়। ছবির পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে বেড়ান এই অভিনেতা। টিভিতে প্রতি পর্ব পিছু রণিত পান ১.২৫ লক্ষ টাকা।

বলিউড অভিনেতা রণিত রায়ের পারিশ্রমিকও নেহাত কম নয়। ছবির পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে বেড়ান এই অভিনেতা। টিভিতে প্রতি পর্ব পিছু রণিত পান ১.২৫ লক্ষ টাকা।

১৩ ২০
টেলিদুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা রাম কপূর। ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকের পর থেকেই তাঁর জনপ্রিয়তা যে কোনও অভিনেতার জন্যই ঈর্ষণীয়। প্রতি পর্ব পিছু টেলিভিশনে অভিনয়ের জন্য তিনি পান ১.২৫ লক্ষ টাকা।

টেলিদুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা রাম কপূর। ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকের পর থেকেই তাঁর জনপ্রিয়তা যে কোনও অভিনেতার জন্যই ঈর্ষণীয়। প্রতি পর্ব পিছু টেলিভিশনে অভিনয়ের জন্য তিনি পান ১.২৫ লক্ষ টাকা।

১৪ ২০
 ধারাবাহিক, টিভি শো-তে পরিচিত মুখ অভিনেতা করণ পটেল। তাঁর পারিশ্রমিকও পর্ব পিছু ১.২৫ লক্ষ টাকা।

ধারাবাহিক, টিভি শো-তে পরিচিত মুখ অভিনেতা করণ পটেল। তাঁর পারিশ্রমিকও পর্ব পিছু ১.২৫ লক্ষ টাকা।

১৫ ২০
প্রযোজক একতা কপূরের ‘কহানি ঘর ঘর কি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী সাক্ষী তনওয়ার। পরে ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকেও দাপিয়ে কাজ করেছেন। প্রতি পর্ব পিছু তিনিও পান ১.২৫ লক্ষ টাকা।

প্রযোজক একতা কপূরের ‘কহানি ঘর ঘর কি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী সাক্ষী তনওয়ার। পরে ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকেও দাপিয়ে কাজ করেছেন। প্রতি পর্ব পিছু তিনিও পান ১.২৫ লক্ষ টাকা।

১৬ ২০
প্রতি পর্ব পিছু ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। ধারাবাহিকের পাশাপাশি একাধিক ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

প্রতি পর্ব পিছু ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। ধারাবাহিকের পাশাপাশি একাধিক ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

১৭ ২০
 জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। প্রতি পর্ব পিছু তিনি পান ১ লক্ষ টাকা।

জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। প্রতি পর্ব পিছু তিনি পান ১ লক্ষ টাকা।

১৮ ২০
 ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার ম্যাঁ’ ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী আয়েশা সিংহ প্রতি পর্ব পিছু পান ৮০ হাজার টাকা।

‘গুম হ্যায় কিসি কে প্যায়ার ম্যাঁ’ ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী আয়েশা সিংহ প্রতি পর্ব পিছু পান ৮০ হাজার টাকা।

১৯ ২০
প্রতি পর্ব পিছু ৪০ হাজার টাকা পান ‘ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়’ ধারাবাহিকের অভিনেত্রী প্রণালি রাঠোর।

প্রতি পর্ব পিছু ৪০ হাজার টাকা পান ‘ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়’ ধারাবাহিকের অভিনেত্রী প্রণালি রাঠোর।

২০ ২০
‘ইমলি’-তে অভিনয় করার সময় প্রতি পর্ব পিছু ৮০ হাজার টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী সুম্বুল তৌকির।

‘ইমলি’-তে অভিনয় করার সময় প্রতি পর্ব পিছু ৮০ হাজার টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী সুম্বুল তৌকির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE