Advertisement
২০ এপ্রিল ২০২৪
mobile

মোবাইল থেকে টেক্সট পাঠানোর এই নিয়মগুলো মানেন তো?

টেক্সট করার আগে কী কী নিয়ম মানলে অবাঞ্ছিত বিপদ কাটবে, জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১৪:৫৭
Share: Save:
০১ ০৮
এসএমএস হোক বা হোয়াটসঅ্যাপ— টেকস্যাভি যুগে টেক্সট আমাদের রোজের ভরসা। অফিসের কাজ, প্রেম কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, সবেতেই সহায় টেক্সট। তবে বিশেষ কিছু নিয়ম না মেনে হুড়োহুড়োর টেক্সট কিন্তু সমস্যায় ফেলতে পারে। সে বিপদ এড়ানোরও উপায়ও সব সময় থাকে না। টেক্সট করার আগে কী কী নিয়ম মানলে অবাঞ্ছিত বিপদ কাটবে, জানেন? ছবি: পিক্সঅ্যাবে।

এসএমএস হোক বা হোয়াটসঅ্যাপ— টেকস্যাভি যুগে টেক্সট আমাদের রোজের ভরসা। অফিসের কাজ, প্রেম কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, সবেতেই সহায় টেক্সট। তবে বিশেষ কিছু নিয়ম না মেনে হুড়োহুড়োর টেক্সট কিন্তু সমস্যায় ফেলতে পারে। সে বিপদ এড়ানোরও উপায়ও সব সময় থাকে না। টেক্সট করার আগে কী কী নিয়ম মানলে অবাঞ্ছিত বিপদ কাটবে, জানেন? ছবি: পিক্সঅ্যাবে।

০২ ০৮
টেক্সটের উত্তর না পেলেই ঘন ঘন পোক করেন? এমন অভ্যেস থাকলে আজই তা বদলান। জবাব না দেওয়াকে অনেকেই আত্মসম্মানে ঘা দেওয়া ভাবেন, বিষয়টা মোটেও তা নয়। বরং যাকে টেক্সট করছেন, ওই সময় তিনি কী অবস্থায় আছেন, আদৌ ব্যস্ত আছেন কি না, ভাবুন সে সবও। ছবি: শাটারস্টক।

টেক্সটের উত্তর না পেলেই ঘন ঘন পোক করেন? এমন অভ্যেস থাকলে আজই তা বদলান। জবাব না দেওয়াকে অনেকেই আত্মসম্মানে ঘা দেওয়া ভাবেন, বিষয়টা মোটেও তা নয়। বরং যাকে টেক্সট করছেন, ওই সময় তিনি কী অবস্থায় আছেন, আদৌ ব্যস্ত আছেন কি না, ভাবুন সে সবও। ছবি: শাটারস্টক।

০৩ ০৮
নিজে জবাব দেওয়ার চেষ্টা করুন। কোনও সময় মেজাজ ভাল না থাকলে, বা ব্যস্ত থাকলে অন্তত পরে কথা বলার বার্তাটুকু পাঠান। এটা যেমন টেক্সট এথিকস-এর মধ্যে পড়ে, তেমনই যে কোনও সৌজন্যের ক্ষেত্রেও প্রযোজ্য। ছবি: শাটারস্টক।

নিজে জবাব দেওয়ার চেষ্টা করুন। কোনও সময় মেজাজ ভাল না থাকলে, বা ব্যস্ত থাকলে অন্তত পরে কথা বলার বার্তাটুকু পাঠান। এটা যেমন টেক্সট এথিকস-এর মধ্যে পড়ে, তেমনই যে কোনও সৌজন্যের ক্ষেত্রেও প্রযোজ্য। ছবি: শাটারস্টক।

০৪ ০৮
লেখা সেরেই দ্রুত পাঠিয়ে দেন টেক্সট? এ সব থেকেই কিন্তু সমস্যা আসে বেশি। এমনিতেই ফোন অটো সিলেকশনে আজকাল অনেক কিছুই আগাম নির্বাচন করে রাখে। তাই লিখতে গেলেন এক, হয়তো ফোন নির্বাচন করল আর এক শব্দ। তাই লেখা সেরে একবার পড়ে নিন গোটাটা। তাতে বানান ভুল বা ভুল শব্দ নজরে আসবে। অন্যের কাছে ‘কেয়ারলেস’ তকমাও জুটবে না। ছবি: শাটারস্টক।

লেখা সেরেই দ্রুত পাঠিয়ে দেন টেক্সট? এ সব থেকেই কিন্তু সমস্যা আসে বেশি। এমনিতেই ফোন অটো সিলেকশনে আজকাল অনেক কিছুই আগাম নির্বাচন করে রাখে। তাই লিখতে গেলেন এক, হয়তো ফোন নির্বাচন করল আর এক শব্দ। তাই লেখা সেরে একবার পড়ে নিন গোটাটা। তাতে বানান ভুল বা ভুল শব্দ নজরে আসবে। অন্যের কাছে ‘কেয়ারলেস’ তকমাও জুটবে না। ছবি: শাটারস্টক।

০৫ ০৮
টেক্সটে মান-অভিমান নয়। টেক্সটে কিন্তু আবেগ পড়া যায় না। যতই ইমোটিন দিয়ে তা বোঝানোর চেষ্টা করুন না কেন, সব সময় তা কাজে আসে না। মনস্তত্ত্ববিদদের মতে, অনেকেই এই ইমোটিনকে ‘আরোপিত’ ভাবেন। অর্থাৎ বাঁকা কথা বলেও ইমোটিনের মোড়কে তাকে হালকা করে দিতে চাইছেন— এমনটাও ভেবে বসেন অনেকেই। তাই কোনও নেতিবাচক আবেগ টেক্সটে নয়। ছবি: আনস্প্ল্যাশ।

টেক্সটে মান-অভিমান নয়। টেক্সটে কিন্তু আবেগ পড়া যায় না। যতই ইমোটিন দিয়ে তা বোঝানোর চেষ্টা করুন না কেন, সব সময় তা কাজে আসে না। মনস্তত্ত্ববিদদের মতে, অনেকেই এই ইমোটিনকে ‘আরোপিত’ ভাবেন। অর্থাৎ বাঁকা কথা বলেও ইমোটিনের মোড়কে তাকে হালকা করে দিতে চাইছেন— এমনটাও ভেবে বসেন অনেকেই। তাই কোনও নেতিবাচক আবেগ টেক্সটে নয়। ছবি: আনস্প্ল্যাশ।

০৬ ০৮
রোজ সকালের সুপ্রভাত বা যে কোনও অনুষ্ঠানের শুভেচ্ছা— চেষ্টা করুন টেক্সটে না বলতে। আজকাল এমনিতেই হোয়াটসঅ্যাপে ‘গুড মর্নিং’-এর গুঁতোয় অস্থির কম-বেশি সকলেই। খুব ঘনিষ্ঠ হলে তবেই টেক্সটে সারুন শুভেচ্ছা। নয়তো নয়। ছবি: শাটারস্টক।

রোজ সকালের সুপ্রভাত বা যে কোনও অনুষ্ঠানের শুভেচ্ছা— চেষ্টা করুন টেক্সটে না বলতে। আজকাল এমনিতেই হোয়াটসঅ্যাপে ‘গুড মর্নিং’-এর গুঁতোয় অস্থির কম-বেশি সকলেই। খুব ঘনিষ্ঠ হলে তবেই টেক্সটে সারুন শুভেচ্ছা। নয়তো নয়। ছবি: শাটারস্টক।

০৭ ০৮
বসকে মেসেজ লিখুন বা বন্ধুকে— টেক্সট পাঠানোর আগে ভাল করে দেখুন কাকে পাঠাচ্ছেন। ভুল লোককে ভুল টেক্সট পাঠানোর খেসারত কিন্তু অনেক সময়ই মারাত্মক হয়। বিশেষ করে দরকারি টেক্সট পাঠানোর আগে অবশ্যই মেনে চলুন এই নিয়ম। প্রেমিক বা প্রেমিকাকে পাঠানো টেক্সট অফিসের গ্রুপে পাঠিয়ে ফেললে, ভাবতে পারছেন কী হাল হবে! ছবি: শাটারস্টক।

বসকে মেসেজ লিখুন বা বন্ধুকে— টেক্সট পাঠানোর আগে ভাল করে দেখুন কাকে পাঠাচ্ছেন। ভুল লোককে ভুল টেক্সট পাঠানোর খেসারত কিন্তু অনেক সময়ই মারাত্মক হয়। বিশেষ করে দরকারি টেক্সট পাঠানোর আগে অবশ্যই মেনে চলুন এই নিয়ম। প্রেমিক বা প্রেমিকাকে পাঠানো টেক্সট অফিসের গ্রুপে পাঠিয়ে ফেললে, ভাবতে পারছেন কী হাল হবে! ছবি: শাটারস্টক।

০৮ ০৮
টেক্সট তো করবেনই। কিন্তু কখনওই জীবনের ঝুঁকি নিয়ে নয়। তাই ফোন এড়িয়ে চলুন তেমন ক্ষেত্রগুলোতে। গাড়ি চালানো, রাস্তা বা রেললাইন, এ সব জায়গায় এড়িয়ে চলুন টেক্সটিং।

টেক্সট তো করবেনই। কিন্তু কখনওই জীবনের ঝুঁকি নিয়ে নয়। তাই ফোন এড়িয়ে চলুন তেমন ক্ষেত্রগুলোতে। গাড়ি চালানো, রাস্তা বা রেললাইন, এ সব জায়গায় এড়িয়ে চলুন টেক্সটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE