Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
India vs England 2025

ন’জন ব্যাটারের মোট ১০টি শতরান, জোড়া সেঞ্চুরি এক কিংবদন্তির, ওভালে সেঞ্চুরি করা ভারতীয়দের তালিকায় এক বোলারও!

পঞ্চম তথা সিরিজ়ের শেষ টেস্টে ওভালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সিরিজ়ে পিছিয়ে থাকা গিলদের এই ম্যাচে জিততেই হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৯:৫৮
Share: Save:
০১ ১৩
সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে গোটা সিরিজ়ে। চলছে রেকর্ড ভাঙাগড়ার খেলা। ২-১ ফলাফলে পিছিয়ে থেকে ম্যাঞ্চেস্টারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ ড্র করেছে ভারত। এই অবস্থায় বৃহস্পতিবার ওভালে খেলতে নামছে দুই দল।

সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে গোটা সিরিজ়ে। চলছে রেকর্ড ভাঙাগড়ার খেলা। ২-১ ফলাফলে পিছিয়ে থেকে ম্যাঞ্চেস্টারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ ড্র করেছে ভারত। এই অবস্থায় বৃহস্পতিবার ওভালে খেলতে নামছে দুই দল।

০২ ১৩
একটি ইনিংস বাদ দিলে গোটা সিরিজ়েই ভাল ব্যাট করেছেন রাহুল-গিলেরা। ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে এসেছে একাধিক শতরান, দ্বিশতরানও। এই অবস্থায় ভারতীয় সমর্থকেরা তাকিয়ে ওভালের দিকে। এই ম্যাচেও কি শতরান আসবে শুভমনদের ব্যাট থেকে?

একটি ইনিংস বাদ দিলে গোটা সিরিজ়েই ভাল ব্যাট করেছেন রাহুল-গিলেরা। ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে এসেছে একাধিক শতরান, দ্বিশতরানও। এই অবস্থায় ভারতীয় সমর্থকেরা তাকিয়ে ওভালের দিকে। এই ম্যাচেও কি শতরান আসবে শুভমনদের ব্যাট থেকে?

০৩ ১৩
ওভালে এখনও পর্যন্ত ন’জন ভারতীয় শতরান করেছেন। এর মধ্যে এক জন বর্তমান দলেই রয়েছেন। কারা রয়েছেন সেই তালিকায়? দেখে নেওয়া যাক।

ওভালে এখনও পর্যন্ত ন’জন ভারতীয় শতরান করেছেন। এর মধ্যে এক জন বর্তমান দলেই রয়েছেন। কারা রয়েছেন সেই তালিকায়? দেখে নেওয়া যাক।

০৪ ১৩
Vijay Merchant

বিজয় মার্চেন্ট (১৯৪৬): ওভালে প্রথম শতরানকারী ভারতীয় বিজয় মার্চেন্ট। স্বাধীনতার এক বছর আগে, ১৯৪৬ সালের অগস্টে এই কীর্তি গড়েন ডানহাতি মুম্বইকর। ১২৮ রান করেন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র হয় সেই ম্যাচ।

০৫ ১৩
Sunil Gavaskar

সুনীল গাওস্কর (১৯৭৯): এর পর ৩৩ বছরের অপেক্ষা। বিজয় মার্চেন্টের পর ১৯৭৯ সালে ওভালে শতরান করেন সুনীল গাওস্কর। ওভালে দ্বিশতরান করা প্রথম ভারতীয় ব্যাটার তিনিই। তাঁর ২২১ রানের ইনিংসে ভর করে ম্যাচ প্রায় জিতেই গিয়েছিল ভারত। ৪৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত আট উইকেট হারিয়ে করে ৪২৯ রান। ম্যাচের সেরা নির্বাচিত হন গাওস্কর।

০৬ ১৩
Ravi Shastri

রবি শাস্ত্রী (১৯৯০): ওভালে ভারতের হয়ে পরবর্তী শতরানটি করেন রবি শাস্ত্রী। ১৯৯০ সালের ওই ম্যাচে ওপেন করতে নেমে ১৮৭ রান করেন শাস্ত্রী। ৬০৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। তবে গ্রাহাম গুচ এবং ডেভিড গাওয়ারের ব্যাটিং দক্ষতায় ম্যাচ ড্র করে ইংল্যান্ড।

০৭ ১৩
 Kapil Dev

কপিল দেব (১৯৯০): ওই একই ম্যাচে শতরান করেন আর এক ভারতীয়। তিনি কপিল দেব। আট নম্বরে ব্যাট করতে নেমে ১১০ রান করেছিলেন ‘হরিয়ানা হ্যারিকেন’।

০৮ ১৩
Rahul Dravid

রাহুল দ্রাবিড় (২০০২): একমাত্র ভারতীয় ব্যাটার যিনি ওভালে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি রাহুল ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ২১৭ রান করেন তিনি। গাওস্করের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি ওভালে দ্বিশতরান করেছিলেন।

০৯ ১৩
Rahul Dravid

রাহুল দ্রাবিড় (২০১১): ওভালে রাহুলের দ্বিতীয় শতরানটি আসে এর ন’বছর পর। সেই ম্যাচের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ১৪৬ রানে অপরাজিত থেকে যান ডানহাতি ব্যাটার। তবে সেই ম্যাচে হারতে হয় ভারতকে।

১০ ১৩
Anil Kumble

অনিল কুম্বলে (২০০৭): ব্যাটারদের ভিড়ে ওভালে শতরান করেন এক বোলারও। ২০০৭ সালের সেই ম্যাচের প্রথম ইনিংসে ৬৬৪ রান করে ভারত। দীনেশ কার্তিক ৯১ এবং মহেন্দ্র সিংহ ধোনি ৯২ রান করলেও নজর কাড়ে অনিল কুম্বলের অপরাজিত ১১০। তবে শেষ পর্যন্ত ড্র হয় সেই ম্যাচ।

১১ ১৩
KL Rahul

লোকেশ রাহুল (২০১৮): ওভালে পরবর্তী শতরানটি আসে ২০১৮ সালে। ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে শতরান করেন লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ১৪৯ রান করেন ডানহাতি ব্যাটার। তিনিই একমাত্র শতরানকারী ব্যাটার যিনি ভারতের প্রথম একাদশে থাকবেন।

১২ ১৩
Risabh Pant

ঋষভ পন্থ (২০১৮): ওই একই ম্যাচে এবং একই ইনিংসে শতরান করেন ঋষভ পন্থও। ১১৪ রান করেন বাঁহাতি ব্যাটার। তবে দুই ব্যাটারের শতরানের পরেও ম্যাচ হারতে হয় ভারতকে।

১৩ ১৩
Rohit Sharma

রোহিত শর্মা (২০২১): ওভালে ভারতের হয়ে শেষ শতরানটি করেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেন ভারতীয় ওপেনার। ১৫৭ রানে ম্যাচ জেতে ভারত।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy