Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Bollywood Starkids

তারকা-কন্যা হয়েও প্রচারে নেই! শাহরুখের সঙ্গেও অভিনয় করেছেন ‘শোলে’র সাম্ভার কন্যা

২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ‘মাই নেম ইজ় খান’। এই ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাক মোহনের কন্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১২:০৬
Share: Save:
০১ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

সত্তরের দশক থেকে ‘শোলে’ ছবিটি সিনেমাপ্রেমীদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ছবির সংলাপগুলিও ঠোঁটের আগায় থাকে অনেকের। গব্বরের মুখে ‘আরে ও সাম্ভা’ ডাকটিও প্রবল জনপ্রিয়।

০২ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

বড় পর্দায় সাম্ভার চরিত্রে অভিনয় করেছিলেন মোহন মাকিজানি ওরফে ম্যাক মোহন। তাঁর দুই কন্যাও চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত। তবে তাঁরা প্রচারের আড়ালে রয়েছেন।

০৩ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে মুম্বই গিয়েছিলেন ম্যাক মোহন। কিন্তু পরিস্থিতি তাঁর কেরিয়ারের পথকে অভিনয়মুখী করে তুলেছিল। বড় পর্দায় অভিনয়ের আগে নাটক করতেন তিনি।

০৪ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

নাটকের মঞ্চ থেকে চলচ্চিত্রজগতে কাজ করা শুরু করেছিলেন ম্যাক মোহন। ষাটের দশকে একাধিক হিন্দি ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। তার পর ক্যামেরার সামনে দেখা যেতে থাকে তাঁকে।

০৫ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

‘ডন’, ‘কর্জ’, ‘সত্তে পে সত্তা’, ‘জঞ্জীর’, ‘রফু চক্কর’, ‘শান’, ‘খুন পসিনা’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন ম্যাক মোহন। ‘শোলে’ ছবিতে সাম্ভা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কেরিয়ার অন্য মোড় নিয়েছিল তাঁর।

০৬ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

২০১০ সালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মারা যান ম্যাক মোহন। অজয় দেবগন অভিনীত ‘অতিথি তুম কব জাওগে?’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

০৭ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

বলি অভিনেত্রী রবীনা টন্ডনের মামা ম্যাক মোহন। ১৯৮৬ সালে মিনি নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। মিনি পেশায় আয়ুর্বেদ চিকিৎসক।

০৮ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

বিয়ের পর মঞ্জরী এবং বিনতি নামের দুই কন্যাসন্তান এবং বিক্রান্ত নামের এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মিনি। মঞ্জরী এবং বিনতি দু’জনেই চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত হলেও প্রচারের আলোয় নেই তাঁরা।

০৯ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

বলিপাড়া সূত্রে খবর, ‘ওয়েক আপ সিড’ এবং ‘সাত খুন মাফ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন মঞ্জরী। ‘দ্য লাস্ট মার্বেল’, ‘দ্য কর্নার টেবল, ‘আই সি ইউ’ নামের স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণও করেছেন তিনি।

১০ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

‘স্কেটার গার্ল’ এবং ‘স্পিন’ ছবির জন্য জনপ্রিয়তা পান মঞ্জরী। এমনকি, ‘স্পিন’ ছবিটি এমি পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিল। পেশাগত জীবনে বোনের পাশে দাঁড়িয়েছেন বিনতিও।

১১ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

‘স্কেটার গার্ল’, ‘দ্য কর্নার টেবল’ নামের ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন বিনতি। বাবার নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি।

১২ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

ম্যাক মোহনের দুই কন্যাই সমাজমাধ্যমে সক্রিয়। কিন্তু তাঁদের অনুগামীর সংখ্যা তারকা-কন্যা হিসাবে তেমন চোখে পড়ার মতো নয়।

১৩ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

বলিপাড়া সূত্রে জানা গিয়েছে, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গেও নাকি অভিনয়ের সুযোগ পেয়েছেন বিনতি।

১৪ ১৪
Meet Manjari Makijany, the eldest daughter of ‘Sholay’s Sambha Mac Mohan

২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ‘মাই নেম ইজ় খান’। এই ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাক মোহনের কন্যা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy