Advertisement
০৯ অক্টোবর ২০২৪
Dog Earns Rs 8 crore

কুকুর যখন কোটিপতি! সমাজমাধ্যমে তার ভিডিয়ো থেকে বছরে আয় আট কোটি টাকার বেশি

গোল্ডেন রিট্রিভার প্রজাতির ওই কুকুরটিই সমাজমাধ্যমে নানা কাণ্ড করে কোটি কোটি টাকা আয় করছে। তার নাম টাকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নিউইয়র্ক শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১১:০৯
Share: Save:
০১ ১৫
photo of Dog

পোষ্য হিসাবে অনেকেরই বড্ড প্রিয় কুকুর। পোষ্য কুকুরের নানা কাণ্ডকারখানা অনকেই সমাজমাধ্যমে তুলে ধরেন। সেই ভিডিয়োগুলি জনপ্রিয়তাও পায়। তবে এই সারমেয়টি একেবারে আলাদা। তাকে তারকা বললেও অত্যুক্তি হবে না। শুধু কী তাই! কোটি কোটি টাকার মালিক সে।

ছবি: সংগৃহীত।

০২ ১৫
photo of Dog

সমাজমাধ্যমে এখন অনেকেই ব্লগ বানান। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ব্লগ বানিয়ে অনেকেই মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন। এই নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই। এ বার একটি কুকুরও যে সমাজমাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে, তা টাকারকে না দেখলে বিশ্বাস হবে না।

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
photo of Dog

গোল্ডেন রিট্রিভার প্রজাতির ওই কুকুরটিই সমাজমাধ্যমে নানা কাণ্ড করে কোটি কোটি টাকা আয় করছে। তার নাম টাকার।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
photo of Dog

শোনা গিয়েছে, বছরে প্রায় ৮ কোটি ২৮ লক্ষ টাকা আয় করে টাকার নামের ওই কুকুরটি। ভাবছেন নিশ্চয়ই, এ-ও সম্ভব!

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
photo of Dog

‘নিউ ইয়র্ক পোস্ট’ সূত্রে খবর, কোর্টনি বাডজিন নামে এক ৩১ বছরের মহিলা ওই কুকুরটির মালকিন।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
photo of Dog

এক সময় বাড়ি সাফাই করার কাজ করতেন বাডজিন। তাঁর স্বামী মাইক সিভিল ইঞ্জিনিয়র হিসাবে কর্মরত ছিলেন।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
photo of Dog

তবে বর্তমানে টাকারের জন্য নিজেদের চাকরি ছেড়ে দিয়েছিন বাডজিন এবং মাইক। টাকার এবং তাঁর ছোট্ট ছানা টডের পুরো খেয়াল রাখতে রাখতেই সময় চলে যায় ওই দম্পতির।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
photo of Dog

২০১৮ সালের জুন মাস। সেই সময় কুকুরটির বয়স ছিল মাত্র ৮ সপ্তাহ। সেই সময় কুকুরটিকে বাড়ি নিয়ে এসেছিলে বাডজিন।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
photo of Dog

পরের মাসেই টাকারের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন বাডজিন। ‘আইসকিউব’ নিয়ে কুকুরটির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল সেই সময়।

ছবি: সংগৃহীত।

১০ ১৫
photo of Dog

সেই শুরু। তার পর যত দিন গড়িয়েছে, সমাজমাধ্যমে ততই জনপ্রিয়তা পেয়েছে টাকার। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তার আয়ও।

ছবি: সংগৃহীত।

১১ ১৫
photo of Dog

এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইনস্টাগ্রামে ৩-৮টি স্টোরির জন্য ১৬ লক্ষ টাকারও আয় করে কুকুরটি। ইউটিউবে এই অঙ্কটা ৩৩ থেকে ৪০ লক্ষ টাকার মতো।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
photo of Dog

টাকারকে পাওয়ার পরই তার নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই দম্পতি। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা আড়াই কোটিরও বেশি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
photo of Dog

টিকটকে কুকুরটির অনুরাগীর সংখ্যা ১ কোটিরও বেশি। ইউটিউবে এই সংখ্যাটা ৫০ লক্ষেরও বেশি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
photo of Dog

ইনস্টাগ্রামে ৩০ লক্ষেরও বেশি অনুরাগী রয়েছে টাকারের। টুইটারে এই সংখ্যাটা ৬২ হাজারের বেশি।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
photo of Dog

সমাজমাধ্যমের দৌলতে ইদানীং অনেকেরই নাম-যশ হচ্ছে। এ বার একটি কুকুরও যে ভাবে রাতারাতি জনপ্রিয়তা পেল, তা টাকারের কাহিনি না জানলে বিশ্বাসই হবে না। টাকারের লক্ষ্মীলাভে স্বভাবতই খুশি ওই দম্পতি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE