Advertisement
১০ জানুয়ারি ২০২৬
Monthly Astrological Warnings

বারো মাসে বারো রাশির ‘হাজারো বিপদ’! কেউ জুনে ঝামেলায় জড়াবেন, কারও জীবনে পুজোর মাসে জমবে ‘মেঘ’

কোনও বছরেরই প্রত্যেকটি দিন কারও একই রকম কাটে না। ভাল-মন্দ মিশিয়েই চলে। তবে খারাপ সময় যখন আসে, তখন একের পর এক নানা খারাপ হতে দেখা যায়।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:১৫
Share: Save:
০১ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

নতুন বছর ২০২৬ শুরু হয়ে বেশ কিছু দিন কেটে গিয়েছে। এরই মধ্যে অনেকের নতুন বছরে জীবন বদলে ফেলার উদ্যমের বাতির সলতেও নিবু নিবু পর্যায়ে পৌঁছিয়েছে। কারণ বছর বদলাচ্ছে বলেই যে ভাগ্য পুরোপুরি বদলে যাচ্ছে তা নয়। তবে অনেকে এখনও আশা ছাড়েননি। জীবনকে সফলতার পথে আনার ইচ্ছা তাঁদের মনে এখনও জিইয়ে রয়েছে।

০২ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

তবে নতুন বছর আসা মানে কেবল ক্যালেন্ডার বদলানোও নয়। এরই সঙ্গে ভাগ্যেও কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। কারণ গ্রহ-নক্ষত্রেরা নিজেদের স্থান কিছু দিন অন্তর অন্তর বদলায়। সেই কারণে আমাদের জীবনেও নানা বদল পরিলক্ষিত হয়।

০৩ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

কোনও বছরেরই প্রত্যেকটি দিন কারও একই রকম কাটে না। ভাল-মন্দ মিশিয়েই চলে। তবে খারাপ সময় যখন আসে, তখন একের পর এক নানা খারাপ হতে দেখা যায়। হয়তো ভালর ক্ষেত্রেও সেটাই হয়। কিন্তু আমরা তাতে বিশেষ নজর দিই না বলে বুঝতে পারি না।

০৪ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

একের পর এক খারাপ জিনিস ঘটে যাওয়ার নেপথ্যেও কারণ রয়েছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। সেই দিক দিয়ে বিচার করলে দেখা যাচ্ছে ২০২৬ সালে প্রত্যেক রাশির জন্যই কোনও না কোনও মাস খারাপ হতে চলেছে। সেই মাসগুলিতে উক্ত রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। কার কোন মাস খারাপ যেতে পারে জেনে নিন।

০৫ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের ফেব্রুয়ারি ও অগস্ট মাসে বিশেষ সতর্ক থাকতে হবে বলে মনে করা হচ্ছে। এই মাস দু’টি আপনাদের ভাল না কাটার আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে আপনাদের সঙ্গে নানা দিক দিয়ে এমন ঘটনা ঘটতে পারে যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যাবে। তবে মাথা ঠান্ডা রেখে, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা না করলে সমস্যা আরও বাড়বে।

০৬ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

অগস্ট মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষের কোনও আচরণে কষ্ট পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই আগে থাকতেই সতর্ক হন। সকলের সঙ্গে নিজের গোপন কথা ভাগ করে নেবেন না।

০৭ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

বৃষ: মার্চ ও অক্টোবর মাস বৃষ রাশিক জাতক-জাতিকাদের খারাপ কাটতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুই মাসে আপনারা আশাতীত ফল পাবেন না। মার্চে বৃষ রাশির জাতক-জাতিকারা যে কোনও সিদ্ধান্ত নিতেই ভয় পাবেন। জীবনের সব কিছুই অর্থহীন বলে মনে হতে পারে। চাকরি থেকে বিনিয়োগ, সব ক্ষেত্রে সংশয় আপনাদের তাড়া করে বেড়াবে।

০৮ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

বৃষ রাশির ব্যক্তিদের জন্য অক্টোবর মাসটাও সুবিধার হবে না। আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। ফলত রাগ বৃদ্ধি পেতে পারে। তবে রাগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। না হলে মুশকিলে পড়বেন।

০৯ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের জানুয়ারি ও জুলাই মাস ভাল না কাটার আশঙ্কা দেখা যাচ্ছে। বছরের শুরুতেই আপনারা নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনও সিদ্ধান্তই ঠান্ডা মাথায় নিয়ে উঠতে পারবেন না। সব দিক দিয়ে নিজেকে অত্যন্ত অস্থির মনে হবে। মন শান্ত রাখার চেষ্টা করুন।

১০ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

জুলাইয়ে মিথুন রাশির ব্যক্তিদের কাজের চাপ অত্যন্ত বেশি বলে মনে হবে। এর প্রভাব ব্যক্তিগত জীবনের উপরও পড়তে পারে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে চললে ও বাড়তি বিষয়ে মাথা না ঘামালে সহজেই এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন।

১১ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের এপ্রিল ও সেপ্টেম্বর মাসে সতর্ক থাকতে হবে। এপ্রিলে এই রাশির পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সমস্যা কিছুটা হলেও কমবে।

১২ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

সেপ্টেম্বরে কর্কট রাশির জাতক-জাতিকাদের অর্থহানির যোগ দেখা যাচ্ছে। খরচের হাত কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত কাজের দায়িত্ব নিয়ে ফেলবেন না। তা হলে কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। কাজের চাপের ফলে মানসিক শান্তিও বিঘ্নিত হবে।

১৩ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের মার্চ ও অক্টোবর মাসে সতর্ক থাকতে হবে। মার্চ মাসে আপনাদের আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে। ফলত কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। নিজের কর্মদক্ষতার উপর আস্থা রাখার চেষ্টা করুন।

১৪ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

অক্টোবরে আপনাদের দম্ভই হবে সমস্যার মূল কারণ। সম্পর্কক্ষেত্রে সেই কারণে দূরত্ব সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে উচ্চস্বরে কথা বলা এড়িয়ে চলুন। না হলে ঝামেলা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। ধৈর্য ধরে তাঁর কথা শুনলে সমস্যা মিটতে পারে।

১৫ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

কন্যা: ফেব্রুয়ারি ও অগস্ট মাস কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাল না কাটার আশঙ্কা দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে আপনারা হীনম্মন্যতায় ভুগতে পারেন। নিজের করা সব কাজেই খুঁত খুঁজে পাবেন। ফলত মানসিক অস্থিরতাও বৃদ্ধি পাবে।

১৬ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

অগস্ট মাসটাও কন্যার জাতক-জাতিকাদের ভাল কাটবে না। শারীরিক অসুস্থতায় ভোগার আশঙ্কা দেখা যাচ্ছে। ফলত কাজ জমতে থাকবে কিন্তু করার শক্তি পাবেন না। বছরের শুরু থেকেই শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন।

১৭ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জানুয়ারি ও জুন মাসে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। জানুয়ারি মাসে কোনও কিছু নিয়েই আপনারা নিশ্চিত হতে পারবেন না। অর্থ থেকে সম্পর্ক, সব কিছুতেই দোলাচলে ভুগবেন। এই সময় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

১৮ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

জুন মাসে তুলা রাশির ব্যক্তিরা পেশাজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ফলত মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সৎ পথে জীবনযাপন করুন। ভারসাম্য রক্ষা করার জন্য মিথ্যার আশ্রয় নিতে যাবেন না। এতে সমস্যা আরও বাড়বে।

১৯ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

বৃশ্চিক: এপ্রিল ও জুলাই মাস বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য কষ্টদায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাসটা এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্কক্ষেত্রের জন্য অশুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। সঙ্গীর কোনও কথায় বা আচরণে আপনি আঘাত পেতে পারেন।

২০ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আবেগের বশে ক্ষমতার অপব্যবহার করে বসলে পরে গিয়ে পস্তাতে হতে পারে।

২১ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

ধনু: ধনু রাশির জন্য মে ও সেপ্টেম্বর মাস দু’টি কঠিন হতে চলেছে। মে মাস আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রে একের পর এক সমস্যা লাইন ধরে আসতেই থাকবে। সহকর্মীদের সঙ্গে শান্ত মাথায় কথা বলুন। কাজের চাপের প্রভাব নিজের মেজাজের উপর আসতে দেবেন না।

২২ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

সেপ্টেম্বর মাসে ধনু রাশির ব্যক্তিদের নিয়মমাফিক জীবন কাটাতে হবে। না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা পিছু ছাড়বে না। কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। এর ফলে বসের কাছ থেকে কথা শুনতে হতে পারে।

২৩ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

মকর: ফেব্রুয়ারি ও জুন মাস মকর জাতক-জাতিকাদের জন্য সমস্যার হতে পারে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে আপনারা নিজের কর্মদক্ষতা নিয়ে নানা রকম সংশয়ে ভুগতে পারেন। ফলত পেশাক্ষেত্র বদলের ইচ্ছা জাগতে পারে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেওয়া বুদ্ধির কাজ হবে না।

২৪ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

জুন মাসে সম্পর্কের থেকে বেশি কাজের পিছনে সময় দেওয়ার জন্য সঙ্গীর সঙ্গে একের পর এক ঝামেলা লেগেই থাকবে। কর্মক্ষেত্র ও সম্পর্কক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করুন। না হলে ঝামেলা বাড়তে পারে।

২৫ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিদের মার্চ ও অগস্ট মাসে সচেতন থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারলে সেই সমস্যার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।

২৬ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

অগস্ট মাসে কুম্ভ রাশির ব্যক্তিরা কাজের চাপে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়বেন। কখন কোন কাজটা করা উচিত হবে বুঝে উঠতে পারবেন না। ফলত মানসিক ক্লান্তি গ্রাস করবে।

২৭ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

মীন: জানুয়ারি ও জুলাই মাস দু’টি মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সুখকর হবে না। জানুয়ারিতে মীন জাতক-জাতিকারা আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। নিজেকে নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগবেন। জরুরি সিদ্ধান্ত নিতে ভয় পাবেন।

২৮ ২৮
Month-by-Month Trouble Predictions for All 12 Zodiac Signs in 2026

জুলাই মাসটাও মীন জাতক-জাতিকাদের মনের মতো কাটবে না। ভেবেচিন্তে কথা না বললে কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। স্বাস্থ্যহানির আশঙ্কাও দেখা যাচ্ছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy