বিশ্বের সর্বাধিক ব্যবহৃত এই পাসওয়ার্ডগুলোর মধ্যে আপনারটা নেই তো?
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট ও পাসওয়ার্ডের মধ্যে তুলনামূলক ভাবে সুরক্ষিত পাসওয়ার্ড লকিং সিস্টেম। তবে আসল সুরক্ষা কিন্তু নির্ভর করে পাসওয়ার্ডের শক্তির উপরে। কী রকম সেই শক্তি?
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড 123456।
০২০৮
আরও দু’টি সংখ্যা বাড়িয়ে 12345678 ও রাখেন অনেকে। যা সহজেই ভেঙে ফেলা যায়।
০৩০৮
তিন নম্বরে রয়েছে 1234567। বিশেষজ্ঞরা বারবার নিষেধ করেন এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে।
০৪০৮
111111 এই তালিকায় চার নম্বরে থাকলেও সবচেয়ে সহজে ভেঙে ফেলা পাসওয়ার্ডের তালিকায় এর স্থান এক নম্বরে।
০৫০৮
গত বছর 1234567890 ছিল পাঁচ নম্বরে।
০৬০৮
123123। ছ’সংখ্যার পাসওয়ার্ড এমনিতেই দুর্বল। তার উপর 123-র সিরিজ ভেঙে ফেলাও খুবই সহজ।