Advertisement
২২ ফেব্রুয়ারি ২০২৪

বায়োপিকে কেন তিনি নেই? অভিমানেই কী মুখ খুললেন ধোনির দাদা?

ধোনির ছোটবেলা, তাঁর স্ট্রাগল, টিকিট পরীক্ষকের জীবন, প্রথম প্রেম— সবটাই বড় পর্দায় চাক্ষুস করেছেন দর্শকরা। ধোনির বাবা পান সিংহ ধোনি, মা দেবকী দেবী, বড় দিদি জ্যোতি, এমনকী ধোনির ছোটবেলার খেলার সঙ্গী, তাঁর স্কুলের কোচ সবাইকে দেখা গিয়েছে বায়োপিকে। মিসিং শুধু মাহির দাদা নরেন্দ্র সিংহ ধোনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১২:৪১
Share: Save:

সদ্য মুক্তি পেয়েছে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে প্রযোজকের পকেট ভরিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির এই বায়োপিক। ধোনির ছোটবেলা, তাঁর স্ট্রাগল, টিকিট পরীক্ষকের জীবন, প্রথম প্রেম— সবটাই বড় পর্দায় চাক্ষুস করেছেন দর্শকরা। ধোনির বাবা পান সিংহ ধোনি, মা দেবকী দেবী, বড় দিদি জ্যোতি, এমনকী ধোনির ছোটবেলার খেলার সঙ্গী, তাঁর স্কুলের কোচ সবাইকে দেখা গিয়েছে বায়োপিকে। মিসিং শুধু মাহির দাদা নরেন্দ্র সিংহ ধোনি। ছবিটি দেখতে দেখতে অনেকের মনেই উঠেছিল এই প্রশ্নটা। এ দিকে পরিচালক নীরজ পাণ্ডের দাবি, বায়োপিকে যথা সম্ভব বাস্তবতা বজায় রেখে সব দিকই ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু দিদি জ্যোতির চরিত্রকে যথেষ্ট গুরুত্ব দিলেও সামনে আনা হয়নি দাদা নরেন্দ্রকে। তাই কী অভিমান করে শেষমেশ ফেসবুককে হাতিয়ার করলেন নরেন্দ্র সিংহ ধোনি? তাঁর আবেগময় ফেসবুক পোস্ট দেখে এমনটাই মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE