Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
Ambani Brothers

একজোট হলেন দুই অম্বানী, নেপথ্যে এক বলি অভিনেতা এবং এক জনপ্রিয় ফিল্ম সিরিজ়

অনিল ধীরুবাই অম্বানীর পাশাপাশি মুকেশ অম্বানীও বলি অভিনেতার কেরিয়ার গড়তে পাশে দাঁড়িয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১২:২৯
Share: Save:
০১ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

অম্বানী পরিবারের সঙ্গে বলি তারকাদের সম্পর্কের রসায়ন বেশ ভাল বলেই জানা যায়। পারিবারিক কোনও অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খানের মতো বলিপাড়ার বহু অভিনেতাকেই দেখা যায়। মুকেশ এবং অনিল, আলাদা ভাবে বলিউডে ফিল্ম প্রযোজনা করে দুই ভাইয়ের সংস্থা। এ বার ব্যবসার প্রয়োজনে হাত মেলালেন দুই ভাই। পাশে দাঁড়ালেন এক বলি অভিনেতা এবং এক সুপারহিট ফিল্ম সিরিজ়ের।

০২ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

২০২৪ সালের নভেম্বর মাস নাগাদ মুক্তি পাওয়ার কথা ‘সিঙ্ঘম ৩’ ছবিটির। রোহিত শেট্টির পরিচালনায় কপ ড্রামা ঘরানার এই ছবিটি যে বড় চমক নিয়ে আসছে তার আঁচ আগে থেকেই দিয়েছেন রোহিত।

০৩ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

‘সিঙ্ঘম’ ছবিতে সিঙ্ঘমের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন অজয় দেবগন। ছবির সাফল্যের পর ফিল্ম সিরিজ় বানানোর সিদ্ধান্ত নেন রোহিত।

০৪ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

অজয়ের পর পুলিশের চরিত্রে কখনও অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর সিংহকে, কখনও বা অক্ষয় কুমারকে।

০৫ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিম্বা’ ছবিটি। পুলিশ ইন্সপেক্টর সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। ‘সিম্বা’ ছবিটিও বক্স অফিসে সাফল্য নিয়ে আসে।

০৬ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

২০২১ সালে রোহিতের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সূর্যবংশী’ ছবিটি। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। ‘সূর্যবংশী’ও ব্যবসার দিক থেকে ছবিনির্মাতাদের হতাশ করেনি।

০৭ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

২০২৪ সালে ‘সিঙ্ঘম ৩’ ছবি মুক্তির বিষয়ে ভাবনাচিন্তা করছেন রোহিত। কিন্তু এই ছবি নিয়ে আনুষ্ঠানিক ভাবে তেমন ঘোষণা করতে চাইছেন না পরিচালক।

০৮ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

‘সিঙ্ঘম ৩’ ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগনকে। অজয় অভিনীত এই ছবির সঙ্গে আগেই হাত মিলিয়েছেন অনিল ধীরুবাই অম্বানী।

০৯ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

গোড়া থেকেই ‘সিঙ্ঘম’ ছবিতে ‘ডিস্ট্রিবিউটর’-এর ভূমিকা পালন করে গিয়েছে অনিলের সংস্থা। ‘সিঙ্ঘম ৩’ ছবির ‘ডিস্ট্রিবিউটর’-এর ভূমিকাতেও থাকবে রিলায়্যান্স এন্টারটেনমেন্ট।

১০ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

তবে এ বার শুধুমাত্র অনিল নন, তাঁর বড় দাদাও পাশে দাঁড়িয়েছেন অজয়ের।

১১ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

ডিস্ট্রিবিউটর হিসাবে রোহিতের সঙ্গে হাত মিলিয়েছে জিয়ো সিনেমা। এই সংস্থাটি মুকেশ অম্বানী দ্বারা পরিচালিত।

১২ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

অম্বানী পরিবারের দুই পুত্র মুকেশ এবং অনিল দু’জনেই অজয়ের ছবির হাত ধরেছেন। ‘সিঙ্ঘম ৩’ যে বড় বাজেটের ছবি হতে চলেছে তা আন্দাজ করতে পারছেন বলিপাড়ার অনেকেই।

১৩ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

অজয় মুখ্যচরিত্রে থাকলেও তাঁর পাশাপাশি ‘সিঙ্ঘম ৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে রণবীর এবং অক্ষয়কেও।

১৪ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

বলি অভিনেত্রীদের মধ্যে করিনা কপূর খান এবং দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে পারে ‘সিঙ্ঘম ৩’ ছবিতে।

১৫ ১৫
Neither Shah Rukh Khan nor Salman Khan, Ambani brothers support another bollywood star

বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, ‘সিঙ্ঘম ৩’ ছবির মাধ্যমে এক নতুন মুখের সঙ্গে পরিচয় ঘটাতে চলেছেন রোহিত। কিন্তু এই নবাগত তারকা প্রসঙ্গে কিছু খোলসা করেননি রোহিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE