সাপ-লুডোর খেলায় মার্কিন শেয়ার বাজারে চরম অস্থিরতা। মাত্র ৫৪ ঘণ্টায় উড়ে গেল কোটি কোটি ডলার! ফলে কখনও যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্টের ‘আঙুল ফুলে হয়ে উঠল কলাগাছ’। পরের মুহূর্তেই কয়েক হাজার কোটি লোকসান হল তাদের। এ-হেন চড়াই-উতরাই সামলে আগামী দিনে আদৌ কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তারা? না কি জায়গা দখল করবে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)? ইতিমধ্যেই সেই প্রশ্নে তুঙ্গে উঠেছে জল্পনা।
আমেরিকার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে কাঁপুনি ধরিয়ে দেওয়া টেক জায়ান্ট সংস্থাটি হল এনভিডিয়া। চলতি বছরের নভেম্বরের গোড়াতেই রকেট গতিতে ছুটতে থাকে তাদের স্টক। ফলে সংশ্লিষ্ট টেক জায়ান্টটির বাজারমূল্যে যুক্ত হয় ৪৫ হাজার কোটি ডলার। কিন্তু নজিরবিহীন ভাবে তার পরেই ভেঙে পড়ে এনভিডিয়ারের স্টকের দাম। ফলে ৬০ হাজার কোটি ডলার লোকসান হয় তাদের।