Follow us on
Download the latest Anandabazar app
© 2021 ABP Pvt. Ltd.
৩০ জুন ২০২২ ই-পেপার
চিত্র সংবাদ
একেই বোধ হয় বলে বিধাতার লিখন! এক সময় একের পর এক সুপারহিট ছবির দৌলতে রুপোলি পর্দা মাত করেছেন যিনি, তাঁকেই কি না দরজায়-দরজায় গিয়ে সাবান বিক্রি করতে হল।
নাম ঐশ্বর্য। বাস্তব জীবনেও তাঁর বৈভব কম ছিল না! নামের সঙ্গে সঙ্গতি রেখে একের পর এক সফল ছবির অভিনেত্রী হওয়ায় তাঁর ঢের ‘ঐশ্বর্য’ ছিল।
দক্ষিণী ছবির অভিনেত্রী ঐশ্বর্যের মা-ও জনপ্রিয় অভিনেত্রী। তাঁর নাম লক্ষ্মী। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার।
১৯৮৯ সালে তেলুগু ছবি ‘আদিভিলো অভিমন্যুডু’-র হাত ধরে অভিষেক হয় ঐশ্বর্যের। তাঁর বিপরীতে ছিলেন জগপতি বাবু।
এর পর দক্ষিণের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি। দক্ষিণের বিভিন্ন ভাষায় ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
তেলুগু ছাড়াও তামিল, মালয়ালাম, কন্নড় ছবির জগতেও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
এত সাফল্যের পরও অর্থাভাবের সম্মুখীন হন দক্ষিণী ওই অভিনেত্রী।
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পরই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানান।
১৯৯৪ সালে তনভির আহমদের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ। সময় যায়। এক সময় তাঁর একমাত্র মেয়েরও বিয়ে হয়ে যায়।
মেয়ের বিয়ের পর আর্থিক অসচ্ছলতা আরও থাবা বসায় তাঁর সংসারে।
কথায় বলে না, ‘বাঁচতে হলে টাকা চাই’! খানিকটা সেই অবস্থাতেই কাজ খুঁজতে থাকেন ঐশ্বর্য।
কিন্তু ছবি বা টেলিভিশন— কোথাও তিনি সুযোগ পাননি।
তার পরই নিজের ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী।
বর্তমানে অর্থের প্রয়োজনে বাড়ি-বাড়ি সাবান বিক্রি করছেন দক্ষিণী অভিনেত্রী।
সেথু এক্সপ্রেস, স্কিনা ট্রেন... বিশ্বের যে রেলপথগুলিতে এক বার যাত্রা না করলেই নয়
পদ্মা সেতু তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে দামি সিমেন্ট দিয়ে! কত দাম এই সিমেন্টের?
জিয়োর নতুন কর্ণধার, স্কুলজীবনে আকাশের ধারণাই ছিল না তিনি দেশের ধনীতম পরিবারের সদস্য!
৫০ লক্ষ টাকা মুক্তিপণ পাঠাও, না হলে ওরা আমাকে…! কী হল আয়কর আধিকারিকের ছেলের
২৪৫ সেনার মধ্যে রহস্যজনক ভাবে বাঁচেন ক্যাপ্টেন! যুদ্ধজাহাজের খোঁজ মিলল সমুদ্রের গভীরে