বিশ্বকাপজয়ী ক্রিকেটতারকা তাঁর দীর্ঘ দিনের প্রেমিক পলাশের সঙ্গে পা রাখবেন জীবনের নতুন অধ্যায়ে। পলাশের দিদি খ্যাতনামী গায়িকা পলক মুচ্ছলের শেয়ার করা ছবি ও ভিডিয়োয় ধরা পড়েছে মেহন্দি, গায়েহলুদ ও প্রাক্বিবাহের নানা মুহূর্ত। মুচ্ছল ও মন্ধানা পরিবারের সদস্য ও বিশেষ কয়েক জন বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান।