তিনি অনেক বারই স্বীকার করেছেন ছোট পর্দার প্রতি তাঁর ভালবাসার কথা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা তাঁর খুবই কাছের মানুষ। তাঁদেরকে তিনি তাঁদের চরিত্রের নামেই ডাকেন। চরম ব্যস্ততার মাঝেও কখনও মেগা ধারাবাহিকে চোখ রাখতে ভুল হয় না মুখ্যমন্ত্রীর। প্রতি বারের মতো এবারও চলতি বছরের জন্য শুক্রবার নজরুল মঞ্চে ছোট পর্দার কাজকে স্বীকৃতি জানালেন তিনি। নীচের গ্যালারিতে অনুষ্ঠানের কয়েক ঝলক। ছবি তুলেছেন সুদীপ আচার্য।