জানুয়ারির শেষে মোক্ষম কাম়়ড় বসিয়েছে শীত। আমেরিকার প্রায় অধিকাংশ রাজ্যই ঢেকে গিয়েছে তুষারে। প্রবল তুষারঝড়ের আশঙ্কায় কাঁটা হয়ে আছেন মার্কিন নাগরিকেরা। তুষারঝড় শুরু হলে বিপর্যস্ত হতে পারে পরিবহণ ব্যবস্থা। জনজীবনেও তার প্রভাব পড়ার আশঙ্কা করছে প্রশাসন। রকি পর্বত থেকে গ্রেট লেক পর্যন্ত ছড়িয়ে পড়া তুষারপাতের দাপটে বেসামাল আটলান্টিক পারের দেশটি।
আমেরিকার পূর্বাঞ্চলের দুই তৃতীয়াংশ তুষারপাত, শিলাবৃষ্টি এবং বরফঝড়ের জন্য প্রস্তুতি সেরে রাখছে। যে কোনও মুহূর্তে আছড়ে পড়বে হাড়কাঁপানো তুষারঝড়। বরফের পুরু চাদরে ডুবে যাবে বেশ কিছু রাজ্য। উত্তর মেরুপ্রদেশ থেকে ঝাঁপিয়ে পড়া কনকনে ঠান্ডা বাতাসে ঝড়ের পূর্বাভাস। বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থাও।